1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে খাদ্যে ভেজাল কেলেঙ্কারি

২২ জুলাই ২০০৯

সম্প্রতি জার্মানিতে একাধিক ক্ষেত্রে খাদ্যের মধ্যে এমন সব উপকরণ পাওয়া গেছে, যা হয় নিম্ন মানের অথবা মোড়কে লেখা তালিকার সঙ্গে যা সঙ্গতিপূর্ণ নয়৷ এর ফলে ক্রেতাদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে৷

https://p.dw.com/p/IuwM
জার্মানির ক্রেতাদের মনে খাদ্যে ভেজাল নিয়ে নতুন করে দুশ্চিন্তা দেখা দিয়েছেছবি: Bilderbox

বর্তমান কালে খাঁটির বদলে ভেজালের সঙ্গে আমাদের নিত্য পরিচয় হয়ে থাকে৷ দুধে জল, চালে কাঁকড়, একশ ভাগ খাঁটি সরিষার তেলেও মিশ্রন পাওয়া যায়৷ আনাজপাতি ভেজাল তথা রাসায়নিক উপকরণের সাহায্যে উৎপাদিত হয়ে থাকে৷ ভেজাল খেয়ে শরীর-স্বাস্থ্যের ক্রমশ অবনতি ঘটে৷ ভেজাল রোধে সরকারি মহল তৎপর হলেও কৃষক-ব্যবসায়ী-রাজনীতিকদের চাপ দেখা যায়৷ এর ফলে সাধারণ মানুষ অসহায় বোধ করেন৷

ভেজালের বড় বড় ঘটনা, যা ফল্গুধারার অতলে প্রবাহিত, সবসময় দৃষ্টিগোচর নয়৷ কখনো গোচর হলে মহা হৈ চৈ বেধে যায় – যেমনটা সম্প্রতি দেখা যাচ্ছে৷ জার্মানির মত স্বচ্ছ, ভেজালহীন, শিল্পোন্নত দেশেও খাদ্যে ভেজাল ধরা পড়ছে৷ চিজ-পনির বা সালামি-মাংসে ভেজাল থেকে যে কেলেঙ্কারির সূত্রপাত, জার্মান খাদ্য বিশেষজ্ঞ ও গবেষকরা বলছেন, তার শিকড় আরও গভীরে৷

জার্মানিসহ ইউরোপে বিশাল মাত্রায় খাদ্যশস্য উৎপাদনে ব্যাপক হারে রাসায়নিক সারের প্রয়োগ ঘটে থাকে৷ খাদ্যশস্য ফলনের বৃদ্ধির স্বার্থেই এই সার ব্যবহার করা হয়৷ জনগণের খাদ্যের চাহিদা মেটাতে এছাড়া কোনো উপায়ও নেই৷ বিশেষ করে স্বল্প আয়ের মানুষ রাসায়নিক সারের সাহায্যে উৎপাদিত খাদ্য কিনতে বাধ্য হয়৷ প্রাকৃতিক পদ্ধতিতে উতপাদিত ‘অর্গ্যানিক’ খাদ্য কেনার সামর্থ্য তাদের নেই৷

শরীর ও স্বাস্থ্য সচেতন জার্মানরা নির্ভেজাল খাদ্য কিনতে গিয়ে বা রেস্তোরাঁয় খেতে গিয়ে বুঝতে পারছেন না, কোন খাদ্য ভেজাল বা নির্ভেজাল৷ ভেজাল রোধে সরকারের নানা তৎপরতা সত্ত্বেও ভেজাল খাদ্য রেস্তোরাঁয়, দোকানে এখনো চালু রয়েছে৷

প্রতিবেদন: দাউদ হায়দার, সম্পাদনা: সঞ্জীব বর্মন