1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভাষার সম্প্রসারণ

২১ ফেব্রুয়ারি ২০১২

বাহান্ন’র একুশে ফেব্রুয়ারির ষাট বছর পূর্তি এবং আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন করা হচ্ছে জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে৷ বাংলাদেশি রাষ্ট্রদূত মসুদ মান্নান জানিয়েছেন, ইউরোপে বাংলা ভাষার সম্প্রসারণে কাজ করছে দূতাবাস৷

https://p.dw.com/p/146Gg
ছবি: DW

জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসুদ মান্নান বলেন, একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, বার্লিন থেকে একাধিক অনুষ্ঠান করা হচ্ছে৷ ২০১০ সালের বিজয় দিবসে বার্লিনে যে বাংলা পাঠশালা'র কার্যক্রম শুরু হয়েছিল, তার প্রথম বছরের পাঠ্যক্রম সমাপ্ত হয়েছে৷ এবং নতুন শিক্ষার্থীদের প্রথম বর্ষের কার্যক্রম শুরু হয়েছে৷

ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই তথ্য জানান মসুদ মান্নান৷ খুব অল্প সময়ের মধ্যে বাংলা পাঠশালা ব্যাপক সাড়া ফেলেছে৷ ফলে দূতাবাসে আর নয়, এবার একটি স্কুলে পাঠশালার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে৷ রাষ্ট্রদূত বলেন, বার্লিনের নয়াক্যোল্ন এলাকা, যেখানে প্রচুর বাংলাদেশির বাস সেখানকার একটি স্কুলে পাঠশালার কার্যক্রম শুরু করা হয়েছে৷

ভবিষ্যতে বাংলা পাঠশালা'র মতো আরো কার্যক্রম ইউরোপের বিভিন্ন শহরে ছড়িয়ে দেওয়া হবে কিনা জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, আপাতত এটা বার্লিনেই চলবে৷ তারপর আস্তে আস্তে এটাকে আমরা ছড়িয়ে দেবো৷ বিশেষ করে আমাদের আওতাভুক্ত যেসব শহরে বাঙালির গণবসতি আছে, সেখানে এটা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে৷

একুশে ফেব্রুয়ারি সকালে বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত করা হবে, জানান রাষ্ট্রদূত৷ একই দিন দুপুরে দূতাবাসে সাংস্কৃতিক কর্মসূচি এবং আলোচনা সভার আয়োজন করা হবে বলেও জানান মসুদ মান্নান৷ ২৯ ফেব্রুয়ারি বার্লিনের বাংলাদেশ হাউস'এ বিভিন্ন দেশের দূতাবাসের অংশগ্রহণে কবিতা আবৃত্তি সন্ধ্যাও আয়োজন করা হচ্ছে৷

বার্লিন ছাড়াও জার্মানি এবং ইউরোপের বিভিন্ন শহরে একুশে ফেব্রুয়ারি'র ষাট বছর এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছেন বাংলাদেশিসহ বাংলাভাষাভাষীরা৷ মান্যবর রাষ্ট্রদূত জানান, ২৬শে ফেব্রুয়ারি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একুশে ফেব্রুয়ারি উদযাপন করা হবে৷ ফ্রাঙ্কফুর্টে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে একুশে ফেব্রুয়ারি উদযাপনের অনুষ্ঠানকেও স্বাগত জানান তিনি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য