1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে আটক পুজদেমন

২৬ মার্চ ২০১৮

রবিবার জার্মানিতে আটক হয়েছেন স্পেনের কাটালুনিয়া রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কার্লস পুজদেমন৷ স্পেনে তাঁর প্রত্যর্পণ প্রতিরোধ করতে কাটালুনিয়ায় প্রতিবাদ-বিক্ষোভ ছড়িয়ে পড়ছে৷

https://p.dw.com/p/2uxdG
ছবি: picture-alliance/AP/O. Matthys

বেলজিয়ামে মোটামুটি নিরাপদেই জীবনযাপন করছিলেন কাটালুনিয়ার নির্বাসিত নেতা পুজদেমন৷ ‘বেআইনি’ গণভোটের আয়োজন করে বিচ্ছিন্নতাবাদী প্রয়াসের দায়ে ইউরোপীয় স্তরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেও স্পেনের পুলিশ তাঁর নাগাল পায়নি৷ সেই আশ্রয় ছাড়তেই গোলমাল বেঁধে গেল৷ গিয়েছিলেন ফিনল্যান্ডে এক বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে৷ তারপর স্থলপথে জার্মানিতে প্রবেশ করতেই পুলিশ তাঁকে আটক করে৷ স্পেনের পুলিশ এজেন্টরা তাঁর পিছু নিয়েছিল৷ পুজদেমনের গাড়ি জার্মানির সীমান্তের দিকে অগ্রসর হতেই তারা জার্মানির পুলিশকে সতর্ক করে দেয়৷ হাইওয়ের ধারে নির্ধারিত বিশ্রামের জায়গায় পুলিশ তাঁকে আটক করে৷ সোমবার তাঁকে স্থানীয় আদালতে হাজির করা হবে৷ কাটালুনিয়া রাজ্যের এই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে স্পেনে প্রত্যর্পণ করা হবে কিনা, সে বিষয়ে জার্মানির কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে হবে৷ পুজদেমন সম্ভবত আনুষ্ঠানিকভাবে জার্মানিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে পারেন৷

পুজদেমন জার্মানিতে গ্রেপ্তার হয়েছেন, এই খবর জেনে রবিবার বার্সেলোনায় জোরালো প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়৷ গোটা কাটালুনিয়া রাজ্যে প্রায় ৫০,০০০ মানুষ রাতে পথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন৷ বার্সেলোনায় পুলিশ শূন্যে গুলি ছোড়ে এবং বিক্ষোভকারীদের মোকাবিলা করতে কিছু ক্ষেত্রে লাঠিচার্জ করতে হয়েছে৷ শহরে ইউরোপীয় কমিশনের দপ্তর থেকে জার্মান দূতাবাস ভবন পর্যন্ত মিছিলের সময় পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষ ঘটেছে৷ প্রায় ৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে ও প্রায় ২৩ জন আহত হয়েছে বলে জানা গেছে৷

কাটালুনিয়ার রাজ্য বিধানসভা জার্মানির কাছে পুজদেমনকে স্পেনে প্রত্যর্পণ না করার দাবি জানিয়েছে৷ তারাই প্রতিবাদ-বিক্ষোভের ডাক দেয়৷ তাদের মতে, স্পেনের সরকার ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ হয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে৷ অনেক বিক্ষোভকারীর হাতে জার্মান ভাষায় লেখা ব্যানার ছিল৷ তাতে লেখা ছিল, ‘‘আমাদের প্রেসিডেন্টকে মুক্তি দিন, স্পেনের সরকারের দোসর হবেন না৷’’

এর আগের গ্রেপ্তারি পরোয়ানায় কাজ না হওয়ায় পুজদেমনকে আটক করতে স্পেনের পুলিশ শুক্রবার নতুন করে এক পরোয়ানা জারি করে৷ সশস্ত্র বিদ্রোহের অভিযোগ বেলজিয়াম বা ইউরোপের অনেক দেশের আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ না হওয়ায় স্পেনের কর্তৃপক্ষ এবার দেশদ্রোহিতার অভিযোগ এনেছে৷ জার্মানির আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলেই এমন অভিযোগে পরোয়ানা জারি করা হয়েছে বলে অনেক আইনি বিশেষজ্ঞ মনে করছেন৷

স্পেন গত কয়েকদিন ধরে কাটালুনিয়ার আরও কয়েকজন বিচ্ছিন্নতাবাদী নেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে৷ নতুন নির্বাচনের পরেও কাটালুনিয়ায় সরকার গঠন করা এখনো সম্ভব হয়নি৷ জার্মানি পুজদেমনকে প্রত্যর্পণ করলে তাঁর প্রায় ২৫ বছরের কারাদণ্ড হতে পারে৷ ফলে কাটালুনিয়ার রাজনৈতিক সংকট আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে৷

এসবি/এসিবি (ডিপিএ, রয়টার্স)