1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যৌনকর্মীদের জীবন

ইয়ুর্গেন ইয়েনাউয়ার / জেডএইচ৯ এপ্রিল ২০১৩

একটু ভাবুন তো৷ একজন মায়ের কাছে তার ছেলে জিজ্ঞাসা করছে যে, তার হাতে থাকা রুটিটা সে আজকেই পুরোটা খাবে, নাকি কালকের জন্য কিছুটা রেখে দেবে?

https://p.dw.com/p/18CHn
Uraufführung des Theaterstückes "ROTLICHT" im Deutschen Theater in Göttingen . 3 Denia Nironen, Franziska Roloff, Nadine Nollau, Stefany Dreyer, Angelika Fornell --------------------------------- Bildlegende ROTLICHT (UA) von werkgruppe2 Premiere am 06. April 2013 im Großen Haus in Kooperation mit der Hochschule für Musik, Theater und Medien Hannover / Studiengang Schauspiel Alle Bilder von (und Belegexemplar an): Isabel Winarsch Limmerstrasse 2d 30451 Hannover Telefon: 0162-9217097 Inszenierung Julia Roesler Musikalische Leitung Insa Rudolph Ausstattung Julia Schiller Dramaturgie Anna Gerhards, Henrik Kuhlmann Recherche & Stückfassung Anna Gerhards, Silke Merzhäuser, Julia Roesler BESETZUNG SVETA Imme Beccard YVONNE / ELENA Stefany Dreyer GERDA Angelika Fornell MARIA / ANA Denia Nironen KATHARINA / SYLVIA Nadine Nollau BARBARA Franziska Roloff GESANG, KLAVIER Isabel Meisel GESANG, CEMBALO, ORGEL Insa Rudolph CELLO, GESANG Lisa Stepf
ছবি: Isabel Winarsch

এই প্রশ্নটা একবার শোনার পর যে কোনো মা'ই চাইবে সেটা যেন ভবিষ্যতে আর শুনতে না হয়, এবং এর জন্য যা করা দরকার তাই করতে চাইবে মা'টি৷ যেমনটা হয়েছে ‘স্ফেন' এর ক্ষেত্রে৷

স্ফেন একটি মঞ্চনাটকের চরিত্র৷ তবে এর জন্ম বাস্তব জগত থেকে৷ বুলগেরিয়া থেকে জার্মানিতে আসা স্ফেন এমনই পরিস্থিতির শিকার হয়ে এখন যৌনকর্মী হিসেবে কাজ করছেন৷ এর মাধ্যমে সে এখন তার দুই সন্তানের দেখভাল করছে৷

Uraufführung des Theaterstückes "ROTLICHT" im Deutschen Theater in Göttingen . Regisseurin Julia Roesler --------------------------------- Bildlegende ROTLICHT (UA) von werkgruppe2 Premiere am 06. April 2013 im Großen Haus in Kooperation mit der Hochschule für Musik, Theater und Medien Hannover / Studiengang Schauspiel Alle Bilder von (und Belegexemplar an): Isabel Winarsch Limmerstrasse 2d 30451 Hannover Telefon: 0162-9217097 Inszenierung Julia Roesler Musikalische Leitung Insa Rudolph Ausstattung Julia Schiller Dramaturgie Anna Gerhards, Henrik Kuhlmann Recherche & Stückfassung Anna Gerhards, Silke Merzhäuser, Julia Roesler BESETZUNG SVETA Imme Beccard YVONNE / ELENA Stefany Dreyer GERDA Angelika Fornell MARIA / ANA Denia Nironen KATHARINA / SYLVIA Nadine Nollau BARBARA Franziska Roloff GESANG, KLAVIER Isabel Meisel GESANG, CEMBALO, ORGEL Insa Rudolph CELLO, GESANG Lisa Stepf
ইউলিয়া রোজলারছবি: Isabel Winarsch

তবে স্ফেনের মতো কাহিনি সব পতিতার নয়৷ অনেক যৌনকর্মী রয়েছেন যাদেরকে অর্থের লোভে পতিতাবৃত্তি করতে বাধ্য করা হয়েছে৷ এখন তারা আর চাইলেও বের হতে পারছেন না৷ আবার কেউ রয়েছেন যারা অল্পতেই অর্থ রোজগারের আশায় এই পথ বেছে নিয়েছেন৷

এমনই কিছু কাহিনি নিয়ে জার্মানিতে একটি মঞ্চনাটক হয়েছে৷ পতিতালয়ের ভেতর আসলে কি ঘটে এবং যৌনকর্মীদের মনের কথা মানুষকে জানানোর উদ্দেশ্যে নাটকটি পরিচালনা করেছেন ইউলিয়া রোজলার৷ দশ জন যৌনকর্মীর সঙ্গে কথা বলে তিনি ‘রেড লাইট' নামের এই নাটকের পাণ্ডুলিপি তৈরি করেছেন৷

গ্যোটিঙেনের জার্মান থিয়েটারের সহায়তায় ‘ভ্যার্কগ্রুপে২' এই নাটকটির মঞ্চায়ন করছে৷

উল্লেখ্য, পতিতাবৃত্তি জার্মানিতে বৈধ৷ প্রায় চার লক্ষ যৌনকর্মীর অর্ধেকই এসেছে বিভিন্ন দেশ থেকে৷ অর্থাৎ জার্মানিতে তারা অভিবাসী৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য