1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান পত্রপত্রিকায় দক্ষিণ এশিয়া

৫ সেপ্টেম্বর ২০১০

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর জার্মানি সফর, ভারতে কমনওয়েলথ গেমসকে ঘিরে অচলাবস্থা এবং পাকিস্তানে বন্যাকবলিত এলাকার পরিস্থিতি – জার্মান পত্রপত্রিকায় দক্ষিণ এশিয়া সংক্রান্ত কিছু বিষয়ের নমুনা তুলে ধরা হলো৷

https://p.dw.com/p/P4dh
Außenministerin von Bangladesch, Dr. Dipu Moni
ডা. দিপু মনিছবি: DW

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা.দীপু মনির জার্মানি সফরের বিষয়ে মন্তব্য করেছে বন'এর দৈনিক ‘গেনেরাল-আনসাইগার'৷ বন শহরে প্রবাসীদের সংগঠন ‘বাংলাদেশ একাডেমী জার্মানি'র সদস্যদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভুরিভোজের আয়োজনে পররাষ্ট্রমন্ত্রী ও বার্লিনে নিযুক্ত রাষ্ট্রদূতকে কাছে পেয়ে প্রবাসী হিসেবে তাঁদের অধিকার থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন৷

‘হান্ডেল্সব্লাট' পত্রিকা ভারতে আসন্ন কমনওয়েলথ গেমসকে ঘিরে অচলাবস্থার পরিপ্রেক্ষিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যার শিরোনাম ‘প্রথম স্বর্ণ পদক দুর্নীতির জন্য'৷ যে প্রকল্প দেশের সাফল্যের মাইলফলক হতে পারতো, তা লাল ফিতের ফাঁস ও ঘুস কেলেঙ্কারির মধ্যে ডুবে গেছে৷ অর্থনৈতিক শক্তি হিসেবে উত্থানের বিজ্ঞাপনের বদলে ভারতের জন্য এই গেমস বিপর্যয়ে পরিণত হয়েছে৷ তার উপর বেসরকারি সংস্থাগুলি পিছিয়ে আসছে, অ্যাথলিটদের অনেকে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছে৷ চীনে অলিম্পিক প্রতিযোগিতা, দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে৷ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারতের সেই মানদণ্ড ছোঁয়ার চেষ্টা করতে হবে৷ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী গেমস শেষ হওয়ার পর পূর্ণাঙ্গ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন৷

পাকিস্তানে ভয়াবহ বন্যার পর যে ত্রাণ তৎপরতা চলছে, তা প্রায়ই সাজানো নাটকের মতো মনে হয় – মন্তব্য করেছে ‘ডি ভেল্ট' সংবাদপত্র৷ লেখক নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে দক্ষিণের থাট্টা শহরের কাছে বন্যা পরিস্থিতির বর্ণনা দিয়েছেন৷ এই প্রসঙ্গে তিনি দক্ষিণ এশিয়ার বর্ষার রূপ জার্মান পাঠকদের সামনে তুলে ধরেছেন, যা ইউরোপের বৃষ্টির সঙ্গে মোটেই তুলনা করা চলে না৷ সামরিক বাহিনী নিরলসভাবে দুর্গতদের নিরাপদ এলাকায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে গেলেও অনেকেই নিজেদের ভিটেমাটি ছেড়ে যেতে নারাজ৷ সামরিক বাহিনীর কাছে যথেষ্ট সংখ্যক উপযুক্ত নৌকা না থাকা সত্ত্বেও তারা সাধ্যমত ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে৷ কিন্তু টেলিভিশন ক্যামেরার জন্য আলাদা করে সৈন্যরা তাদের তৎপরতা দেখাতে ব্যস্ত হয়ে পড়ছে৷ তা সত্ত্বেও ত্রাণ তৎপরতার সিংহভাগই সামরিক বাহিনীকে ঘিরে৷ হেলিকপ্টারে করে তারাই মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে আসছে৷ এরই মধ্যে রাজনৈতিক নেতারা নিজেদের ফায়দা তুলতে লোক-লশকর নিয়ে সাধারণ মানুষের মাঝে এসে পড়ছেন, লিখেছে ‘ডি ভেল্ট'৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়