1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান জ্যাজ অর্কেস্ট্রা এবার ভারতে

২৪ নভেম্বর ২০১১

বিশ্বে সংগীত পরিবেশন করে সুনাম কুড়িয়েছেন জার্মান জ্যাজ অর্কেস্ট্রার তরুণ শিল্পীরা৷ এবার তাঁরা উপস্থিত ভারতে৷ কলকাতা সহ সাতটি শহরে এই অর্কেস্ট্রার সংগীত সফর৷ উপলক্ষ্য - ভারত ও জার্মানির কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি৷

https://p.dw.com/p/13FW1
Bujazzo concert in Delhi
দিল্লিতে জার্মান জ্যাজ অর্কেস্ট্রার তরুণ শিল্পীরাছবি: Bujazzo

জার্মানি আর ভারতের ৬০ বছর ধরে চলতে থাকা সহযোগিতার সম্পর্ককে আরো ব্যাপক, আরো জোরদার করতে নানা উপচারে আয়োজিত হয়েছে অনুষ্ঠানমালা৷ ২০১১-র শরতেই শুরু হয়ে গেছে ‘‘জার্মানি ও ভারত: অপার সম্ভাবনা''এই শিরোনামের আওতায় বিশাল এক আয়োজন৷ চলবে আগামী বছরেও৷ ভারতে জার্মান জ্যাজ অর্কেস্ট্রার সংগীত সফর তারই এক গুরুত্বপূর্ণ অংশ৷

এই অর্কেস্ট্রার সদস্যরা বয়সে তরুণ হলেও জ্যাজ সংগীতের ঘরানায় তারা এলিট শ্রেণিরই অন্তর্ভুক্ত৷ দেশে বিদেশে কনসার্ট করেছেন৷ তবে ভারতে এবারই প্রথম৷ মাইক হ্যার্টিং-এর পরিচালনায় জার্মান জ্যাজ অর্কেস্ট্রা তার এই সংগীত সফরে মিলিত হয়েছে ব্যাঙ্গালোর-এর কর্ণাটক কলেজ অফ পারকাশন-এর নামি শিল্পীদের সঙ্গে৷ যেমন দক্ষিণী মার্গ সংগীতের বহুল প্রশংসিত গায়িকা আর. এ. রামামানি, মৃদঙ্গম বাদনের এক সিদ্ধপুরুষ টি.এ.এস. মানি৷ আছেন বিখ্যাত পারকাশনিস্ট রমেশ শটহ্যাম৷ যাঁর জন্ম মাদ্রাজে, কিন্তু দীর্ঘদিন ধরে বাস করছেন জার্মানির কোলন শহরে৷ আর এক প্রতিভাধর দক্ষিণী পারকাশনশিল্পী কার্তিক সুব্রহ্মনিয়মও এই সাংগীতিক আয়োজনের সঙ্গী৷

Bujazzo concert in Delhi
ভারতে জার্মানি উৎসবের অংশ হিসেবে উপস্থিত জ্যাজ অর্কেস্ট্রাছবি: Bujazzo

জার্মানির জ্যাজ সংগীত মহলের সঙ্গে কর্ণাটক কলেজ অফ পারকাশন-এর সংযোগ অবশ্য নতুন নয়৷ কিংবদন্তি জ্যাজ-স্যাক্সোফোনবাদক ও সংগীত রচয়িতা চার্লি মারিয়ানোর সাহচর্যে মাইক হ্যার্টিং নানা সংগীত প্রকল্পের বাস্তব রূপ দিয়েছেন৷ এই দক্ষিণী সংগীত বিদ্যায়তনের দুই শীর্ষ ব্যক্তিত্ব - আর. এ. রামামানি ও টি.এ.এস. মানি জার্মানিতে এসেছেন৷ তাঁদের নিয়ে এবং চার্লি মারিয়ানো, ইউ শ্রীনিবাস ও রমেশ শটহ্যাম-এর সহযোগিতায় পূর্ণতা পায় কোলনের বেতার ও টেলিভিশন কেন্দ্র ডাব্লিউডিআর-এর সাড়া জাগানো প্রকল্প - ‘‘স্কেচেস অফ ব্যাঙ্গালোর'' এবং ‘‘দ্য পাল্স অফ ব্যাঙ্গালোর''৷

বন শহরে অবস্থিত জার্মান সংগীত পরিষদের প্রণোদনায় ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় জার্মান জ্যাজ অর্কেস্ট্রা৷ মূলত তরুণ প্রতিভাধর, ব্যাপক সম্ভাবনাময় সংগীত শিল্পীদের পৃষ্ঠপোষকতা দিতেই এর উদ্ভব৷ সূচনালগ্ন থেকেই এই কাজটি অত্যন্ত যোগ্যতার সঙ্গে সম্পন্ন করে আসছে জার্মানির এই যুব জ্যাজ অর্কেস্ট্রা৷ তরুণ শিল্পীদের সাংগীতিক প্রশিক্ষণের এক কেন্দ্র হিসেবে - সত্যি বলতে - সারা দুনিয়াতেই এর কোন জুড়ি নেই৷ ১৯৮৮ সালের ৬ জানুয়ারি বন-এ তখনকার চ্যান্সেলর দপ্তরে প্রথম অনুষ্ঠান করে অর্কেস্ট্রা৷ তারপর আর ফিরে তাকাতে হয়নি৷

BuJazzO
জার্মান জ্যাজ অর্কেস্ট্রার লোগো

একেবারে গোড়া থেকে ২০০৬ সাল পর্যন্ত অর্কেস্ট্রার পরিচালক হিসেবে জার্মানির বিখ্যাত বিগব্যান্ড নির্দেশক পেটার হ্যারবোলৎসহাইমার বড় রকমের এক মাত্রা বেঁধে দেন৷ ২০১১ সালে নির্দেশনার দায়িত্ব পালন করেছেন জার্মান সংগীতকার মারিয়া বাপটিস্ট এবং জার্মানিতে বসবাসরত প্রখ্যাত মার্কিন ট্রম্বোনবাদক ও বিগব্যান্ড নির্দেশক জিগস হুইগহ্যাম৷ এইতো জুলাই-আগস্ট মাসে ইউরোপীয় জ্যাজ সংগীতের দূত হিসেবে জার্মান জ্যাজ অর্কেস্ট্রা কনসার্ট করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে৷ বিদেশে সংগীত সফর করেছে এই অর্কেস্ট্রা অন্তত ১৫টি৷ কনসার্টের সংখ্যা সব মিলিয়ে ৩০০-র বেশি৷ বের করেছে অসংখ্য সিডি৷ জার্মানির এই যুব জ্যাজ অর্কেস্ট্রা ১৯৯৭ সালে পায় জার্মান সংগীত পুরস্কার - ২০১০-এ কোলন শহরে অবস্থিত টেলিভিশন ও বেতার কেন্দ্র ডাব্লিউডিআর-এর জ্যাজ সংগীত পুরস্কার৷

মহানগরীর নানা মেজাজ, তার রূপান্তরের দ্রুতি, তার ভঙ্গুরতা নিয়ে মারিয়া বাপ্টিস্ট-এর সাংগীতিক উপহার ‘সিটি গ্রুভ্স্'৷ জার্মান জ্যাজ অর্কেস্ট্রার অনুষ্ঠানসূচিতে তারই উপস্থিতি এখন৷ এই শিরোনামের অ্যালবাম বেরিয়ে গেছে ইতোমধ্যেই৷

প্রতিবেদন: আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান