1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ব জুড়ে শোক, বিমূঢ়তা

২৫ সেপ্টেম্বর ২০১৫

বৃহস্পতিবার মিনায় ভিড়ের চাপে পদদলিত হয়ে অন্তত ৭১৭ জন হজযাত্রী নিহত ও কমপক্ষে আরো ৮৬৩ জন আহত হবার পর, ইরান সৌদি সরকারকে দায়ি করেছে৷ বিশ্বের অন্যান্য নেতারাও শোক ও সহানুভূতি ব্যক্ত করেছেন মর্মান্তিক এ ঘটনায়৷

https://p.dw.com/p/1GdO3
Saudi-Arabien Hadsch Massenpanik in Mina
ছবি: picture-alliance/AP Photo

@dwnews - #MinaStampede draws worldwide reaction

নিহতদের মধ্যে একশ'র বেশি ইরানি হজযাত্রী আছেন বলে প্রকাশ৷ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি-খামেনেই তাঁর ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে বলেছেন, ‘‘এই দুঃখজনক ঘটনার জন্য সৌদি সরকারের দায়িত্ব গ্রহণ করা উচিত....অব্যবস্থা এবং অনুচিত পদক্ষেপের কারণে এই বিপর্যয় ঘটেছে৷''

সৌদি নৃপতি সালমান গভীর সমবেদনা প্রকাশ করে বলেছেন, ‘‘আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে (হজ তথা জামারাতের) পরিকল্পনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছি....(এবং) সাংগঠনিক পর্যায় ও ব্যবস্থাপনার উন্নতি ঘটিয়ে নিশ্চিত করতে বলেছি, যা-তে আল্লাহ'র অতিথিরা সহজে ও বিনা কষ্টে তাঁদের ধর্মীয় আচার পালন করতে পারেন৷''

বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জকো উইডোডো বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর সরকারি টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে বলেছেন, ‘‘হজের ব্যবস্থাপনায় অবশ্যই উন্নতি ঘটানো প্রয়োজন, যা-তে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে৷''

পোপের সহানুভূতি ও যুক্তরাষ্ট্রের ‘গভীর সমবেদনা'

পোপ ফ্রান্সিস বৃহস্পতিবার নিউ ইয়র্কে তাঁর সান্ধ্য প্রার্থনাসভার সূচনায় মিনায় নিহতদের জন্য সহানুভূতি প্রকাশ করেছেন৷ পোপ সেন্ট প্যাট্রিকস ক্যাথিড্রালে তাঁর প্রাথমিক প্রার্থনায় বলেন, ‘‘এই প্রার্থনার মুহূর্তে আমি তোমাদের সকলের সঙ্গে ঈশ্বরের প্রতি প্রার্থনায় মিলিত হচ্ছি৷''

জাতিসংঘের মহাসচিব বান কি-মুন'ও সমবেদনা প্রকাশ করেছেন৷

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ‘‘আমাদের চিন্তাভাবনা আজ যে ২০ লাখের বেশি মানুষ এ বছর হজযাত্রা করছেন, তাঁদের সঙ্গে৷ সারা বিশ্বের মুসলমানরা যখন ঈদ-উল-আজহা উদযাপন করছেন, তখন আমরা এই ধর্মবিশ্বাসী হজযাত্রীদের ট্র্যাজিক মৃত্যুর জন্য শোকে আপনাদের সঙ্গে যোগদান করছি৷''

জার্মানি সহ অপরাপর দেশ

জার্মান প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার, সকলেই মিনার মর্মান্তিক দুর্ঘটনায় বিমূঢ়তা প্রকাশ করেছেন৷

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এর্দোয়ান এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন নিহতদের আত্মীয়স্বজনের প্রতি সমবেদনা জানিয়েছেন৷

এসি/ডিজি (রয়টার্স, এপি, ডিপিএ)