1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাপানে এসির মধ্যে নয় মরদেহ, একজন গ্রেপ্তার

৩১ অক্টোবর ২০১৭

টোকিওর কাছে এক অ্যাপার্টমেন্টের এসি থেকে গলা কাটা মরদেহ পাওয়ার পর ২৭ বছর বয়সি এক জাপানি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ প্রতিবেশীরা জানায়, অ্যাপার্টমেন্ট থেকে দুর্গন্ধ আসায় সন্দেহ জেগেছিল সবার মনে৷  

https://p.dw.com/p/2monf
ছবি: picture-alliance/AP Photo

 মঙ্গলবার জাপানি গণমাধ্যমগুলো জানায়, টোকিওর দক্ষিণ-পশ্চিমের জামা সিটির অ্যাপার্টমেন্টেটি থেকে নয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে৷ টোকিও কর্তৃপক্ষের বরাত দিয়ে জাতীয় গণমাধ্যম এনএইচকে জানায়, মরদেহগুলোর মধ্যে আটটি নারীর ও একটি পুরুষের বলে ধারণা করা হচ্ছে৷

টোকিও পুলিশের মুখপাত্র জানিয়েছেন, টোকাহিরো শিরাইশি নামে ২৭ বছর বয়সি এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে৷ আটক ব্যক্তি  দায় স্বীকার করেছেন৷

স্থানীয় গণমাধ্যম জানায়, সন্দেহভাজন ঐ ব্যক্তি মরদেহগুলো বিড়ালের বর্জ্য দিয়ে লুকিয়ে রাখার চেষ্টা করেছিলেন৷ তদন্তকারীরা প্রথমেই অ্যাপার্টমেন্টের প্রবেশপথের এসিতে দুইটি মরদেহের মাথা দেখতে পান৷

মৃতদের মধ্যে নেই নিখোঁজ সেই নারী

পুলিশ জানায়, এই ঘটনা অনুসন্ধান করতে গিয়ে তাঁরা আবিষ্কার করেন যে, ২৩ বছর বয়সি এক তরুণী নিখোঁজ রয়েছেন৷ ধারণা করা হচ্ছিল মরদেহগুলোর মধ্যে সেই তরুণীও হয়ত থাকবেন৷ তদন্তকারীরা জানান, শিরাইশির সাথে ওই তরুণীর পরিচয় হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে৷

এএম/এসিবি (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য