1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জলবায়ু পরিবর্তন ব্যবসার জন্য ক্ষতিকর'

১২ নভেম্বর ২০১৪

এক হাজার কোম্পানি সহ কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘ব্ল্যাকরক', ‘বিটি পেনশন', ‘রকফেলার' এবং ‘রথসচাইল্ড'একটি বৈশ্বিক কার্বন চুক্তির জন্য চাপ দিচ্ছে৷ জাতিসংঘ গ্লোবাল কম্প্যাক্ট-এর প্রতিষ্ঠাতা জর্জ কেল জানাচ্ছেন কেন...৷

https://p.dw.com/p/1DllB
Symbolbild Klimawandel
ছবি: Reuters

ডয়চে ভেলে: মি. কীল, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির লড়াইয়ে জাতিসংঘ কিছু অপ্রত্যাশিত জোট পেয়েছে৷

জর্জ কীল: শিল্পায়নের কারণে পরিবেশের যে ক্ষতি হয় তার মাত্রা নির্ধারণের পক্ষে প্রথমবারের মতো চাপ দিয়েছে বেসরকারি খাত৷ এটা একটা বড় পরিবর্তন, কেননা সচরাচর ব্যবসায়ীরা জাতীয় পর্যায়ে জলবায়ু অ্যাকশন বাস্তবায়নের পক্ষে অন্তরায় সৃষ্টি করেন৷ এখন দূষণ সৃষ্টিকারীরাই ক্ষতির মাত্রা নির্ধারণ করতে চাচ্ছে৷ এটা আগে কখনো ঘটেনি৷ এই পরিবর্তন নীতি নির্ধারকদের উৎসাহ যোগাবে৷

কিন্তু গত দুই দশকে ‘সিওপি' ক্লাইমেট কনফারেন্স তেমন বড় কোনো সাফল্য দেখাতে পারেনি৷ বড় কোম্পানিগুলো নতুন ক্লাইমেট আইনের বিপক্ষে তদবির করেছে৷ অনেক দেশের রাষ্ট্রপ্রধান কনফারেন্স এড়িয়ে গেছেন৷ এই বিষয়ে আপনার মন্তব্য কি?

Georg Kell
জাতিসংঘ গ্লোবাল কম্প্যাক্ট-এর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক জর্জ কেলছবি: DW/I. Hell

বর্তমানে রাশিয়া এবং চীনসহ ৭৩টি দেশ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধের ঘোষণায় স্বাক্ষর করেছে৷ গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদসহ ১২০টি দেশের রাষ্ট্রপ্রধান অংশ নিয়েছেন৷ নিউ ইয়র্ক সিটিতে ‘ক্লাইমেট মার্চ'এ অংশ নিয়েছেন চার লাখের বেশি মানুষ৷ আরো গুরুত্বপূর্ণ হচ্ছে এক হাজার কোম্পানি ‘কার্বন প্রাইসিং' বা বৈশ্বিক উষ্ণতা কমাতে কার্বন ডাই অক্সাইডের নির্গমন কমানোর পদ্ধতিতে সায় দিয়েছে৷ দুই বছর আগেও এমনটা ভাবাই সম্ভব ছিল না৷

এই পরিবর্তনের কারণ তাহলে কি?

চরমভাবাপন্ন আবহাওয়া এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এখন আর শুধুমাত্র ভবিষ্যত আতঙ্কের ব্যাপার নেই৷ বরং এখন সবাই বুঝতে পারছে ঘূর্ণিঝড়, বন্যা, খরা এবং পানির স্বল্পতা যে-কোনো পরিকল্পিত অর্থনৈতিক কর্মসূচিকে ক্ষতিগ্রস্ত করতে পারে৷ ভালো কারণেই এসব নিয়ে এখন দুশ্চিন্তা চলছে৷ তাছাড়া এধরনের ঝুঁকির সম্মুখীন হওয়ার আশঙ্কা ভয়ংকরভাবে বেড়ে গেছে৷ আসলে জলবায়ু পরিবর্তন ব্যবসার জন্য ক্ষতিকর৷

জর্জ কেল জাতিসংঘ গ্লোবাল কম্প্যাক্ট-এর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য