1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবারও ব্যর্থ জার্মানি?

১০ নভেম্বর ২০১৬

আফ্রিকার দেশ মরক্কোর ঐতিহ্যবাহী শহর মারাকাশে ৭ নভেম্বর শুরু হয়েছে ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলন৷ জলবায়ু চুক্তি সংক্রান্ত প্রস্তাবে অর্থনীতি মন্ত্রীর ভেটোর কারণে জার্মান পরিবেশ মন্ত্রী সম্মেলনে যাচ্ছেন খালি হাতে৷

https://p.dw.com/p/2SSMP
Deutschland Kohlekraftwerk Niederaussem
ছবি: Imago/Westend61

মরক্কোর সম্মেলনে মূল কাজ হলো বৈশ্বিক তাপমাত্রাকে ১ দশমিক ৫ শতাংশের নীচে নিয়ে আসা৷ এক্ষেত্রে প্রত্যেক দেশেরই কিছু করণীয় আছে৷ ১৮ নভেম্বর পর্যন্ত চলবে এ সম্মেলন৷ বিভিন্ন দেশের প্রতিনিধি ও সরকার প্রধানরা এতে যোগ দেবেন৷ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে প্যারিস চুক্তির বাস্তবায়ন এবারের সম্মেলনের লক্ষ্য বলে জানিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞ ও পরিবেশ বিজ্ঞানীরা৷

উন্নত দেশগুলোর মধ্যে কার্বন নিঃসরণ কমানোর ব্যাপারে জার্মানির ভূমিকা অন্যতম৷ অথচ মঙ্গলবার রাতে মন্ত্রিসভার বৈঠকে ‘ক্লাইমেট প্রটেকশন প্ল্যান ২০৫০' সংক্রান্ত প্রস্তাবটি পাসই হলো না৷ অন্যান্য মন্ত্রীদের সমর্থন থাকলেও জার্মান অর্থনীতি মন্ত্রী সিগমার গাব্রিয়েল এতে ভেটো দেন৷ তাই পরিবেশ মন্ত্রী হেনড্রিকস কে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে খালি হাতেই যেতে হচ্ছে৷

মঙ্গলবার ঠিক শেষমুহূর্তে অর্থনীতি মন্ত্রীর ভেটোতে জলবায়ু চুক্তি থেকে আবারো পিছু হটলো জার্মানি৷ এ দিন রাতে সরকারের এক প্রতিনিধি জানান, ‘‘জলবায়ু পরিকল্পনার ভবিষ্যত নিয়ে তারা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি৷ আর এ বিষয়ে সিদ্ধান্ত নিতে মন্ত্রিসভার বৈঠক এক সপ্তাহের জন্য পেছানো হয়েছে৷'' আগামী সপ্তাহেই জলবায়ু সম্মেলনে যোগ দেবেন পরিবেশ মন্ত্রী৷

জার্মান পত্রিকা ‘ফ্রাংকফুর্টার আলগেমাইনে সাইটুং' জানিয়েছে, মঙ্গলবারে মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন স্বয়ং চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ তার উপস্থিতিতেই জলবায়ু চুক্তি সংক্রান্ত প্রস্তাবটিতে ভেটো দেন অর্থমন্ত্রী৷ তাঁর দাবি বাদামী কয়লার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নিলে তিনি এতে সমর্থন দেবেন না৷ প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী জার্মানির এই প্রস্তাবটি পাস করার কথা৷ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে ২০৫০ সালের মধ্যে জার্মানিতে কার্বন নিঃসরণ ৯৫ শতাংশ কমিয়ে আনাই এ চুক্তির লক্ষ্য৷ আনুষ্ঠানিকভাবে মরক্কোর সম্মেলনে জার্মানির কোনো পরিকল্পনা জানানোর প্রয়োজন নেই৷ তবে বার বার চুক্তি থেকে পিছিয়ে যাওয়ায় বিশ্বে জলবায়ু পরিবর্তন রোধে জার্মানির পদক্ষেপের গ্রহণযোগ্যতার ব্যাপারটি প্রশ্নবিদ্ধ হচ্ছে৷ বিশেষ করে পরিবেশবাদী সংগঠনগুলো এর ব্যাপক সমালোচনা করছেন৷

বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২২) যোগ দেয়ার কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনারও৷ রীতি অনুযায়ী সম্মেলনের প্রথম দিনে প্যারিসের কাছ থেকে এক বছরের জন্য দায়িত্ব বুঝে নিয়েছে মরক্কো৷ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের সরকারি ও বেসরকারি পরিবেশবাদীরা অংশ নিয়েছেন এ সম্মেলনে৷

গত বছর প্যারিসে অনুষ্ঠিত ২১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে গৃহীত প্যারিস চুক্তি বাংলাদেশ গত ২২ এপ্রিল স্বাক্ষর ও ২১ সেপ্টেম্বর অনুসমর্থন করেছে৷ গত ২৪ অক্টোবর পর্যন্ত ১৯১টি দেশ প্যারিস চুক্তিটি স্বাক্ষর করেছে৷ যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নসহ ৮৪টি সদস্য দেশ চুক্তিটি অনুস্বাক্ষর করেছে৷

এপিবি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান