1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জমজ ভাইকে বাঁচিয়ে দু’বছরের শিশু এখন নায়ক

৬ জানুয়ারি ২০১৭

যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যের দুই বছরের এক শিশু তার জমজ ভাইকে বাঁচিয়ে রীতিমত নায়ক হয়ে গেছে৷ মার্কিন গণমাধ্যমগুলোতে তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে৷

https://p.dw.com/p/2VNzU
Bildergalerie Abtreibung im Iran
আল্ট্রাসাউন্ড স্ক্যানে জমজ শিশুদের উপস্থিতি দেখা যাচ্ছেছবি: Martin Valigursky/Fotolia

শিশুটির নাম বোডি শফ৷ আর তার ভাইয়ের নাম ব্রক শফ৷ ডিসেম্বরের ২৯ তারিখ সকাল আটটার সময় তারা বাসায় একসঙ্গে খেলছিল৷ এক পর্যায়ে তারা আলমারি নিয়ে খেলা শুরু করে৷ আলমারির ড্রয়ার খুলে তার উপর উঠতে গেলে আলমারিটি দু'জনের উপর পড়ে যায়৷ বোডি বের হয়ে যেতে পারলেও ব্রক আলমারির তলে আটকে যায়৷ সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলেও সেটি সম্ভব হচ্ছিল না৷ ভাই বোডিও বুঝতে পারছিল না কী করা যায়৷ তবে কিছুক্ষণ পর সে আলমারিটি ঠেলে ব্রককে বের করে আনতে সক্ষম হয়৷

ঘরে থাকা ‘ন্যানি ক্যামেরা’-য় ঘটনাটি ভিডিও হয়৷ জমজ শিশুদের বাবা রিকি শফ ভিডিওটি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘‘আমরা প্রথমে ভিডিওটি শেয়ার করতে ইতস্তত করছিলাম৷ কিন্তু বাবা-মায়েদের সচেতন করতে এটি শেয়ার করছি৷’’ সচেতন বলতে আলমারি সবসময় দেয়ালের সঙ্গে আংটা দিয়ে আটকে রাখার কথা বলেছেন রিকি শফ৷ তিনি এই কাজটি করেননি বলেই বাচ্চাদের ভারে আলমারিটি পড়ে যায়৷

জমজ ভাইদের মা কেলি শফ টাইম ম্যাগাজিনকে বলেন, এই ঘটনায় সন্তানরা আহত না হওয়ার বিষয়টি ‘সম্পূর্ণ অলৌকিক’৷ ‘‘একটুও স্ক্র্যাচ পড়েনি৷ আমরা সত্যিই সৌভাগ্যবান,’’ টাইমকে বলেন কেলি শফ৷

বেশিরভাগ সামাজিক মাধ্যম ব্যবহারকারী ভিডিওটি দেখার পর বোডির প্রশংসা করছেন৷ তবে বাবা-মা সতর্ক না থাকায় তাদের ভর্ৎসনাও করছেন কেউ কেউ৷ একদল অবশ্য ঘটনাটি সাজানো বলে মন্তব্য করছেন৷ তারা বলছেন, বোডি আর ব্রকের বাবা যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির ক্যামেরাতে ঘটনাটির ভিডিও হয়েছে৷ এছাড়া ক্যামেরাটির লক্ষ্য বিছানা বরাবর না হয়ে আলমারি বরাবর কেন ছিল সেই প্রশ্নও তুলছেন একদল৷ আলমারিটি খালি থাকার বিষয়টিতেও অনেকের খটকা লেগেছে৷ তবে বাবা রিকি শফ এ সব অভিযোগ অস্বীকার করে ফক্স নিউজকে বলেন, নিজের সন্তানদের বিপদের মুখে ঠেলে দিয়ে কেউ এমন কিছু করতে পারে এমন ভাবনাটিই ভয়ংকর৷ মা কেলি শফও সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে একই মন্তব্য করেছেন৷

জেডএইচ/ডিজি (এপি, টাইম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য