1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবশেষে পদত্যাগ করলেন মুগাবে

২১ নভেম্বর ২০১৭

দীর্ঘ চার দশক ক্ষমতায় থাকার পর পদত্যাগ করলেন জিম্বাবোয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে৷ মঙ্গলবার এই ঘোষণা দেন সরকারি মুখপাত্র জেকব মুডেন্ডা৷ সঙ্গে সঙ্গেই জিম্বাবোয়ের সংসদে উল্লাসের ঝড় ওঠে এবং অভিশংসন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়৷

https://p.dw.com/p/2nzSd
মুগাবে
ছবি: picture-alliance/AP Photo

এর আগে মঙ্গলবার জিম্বাবোয়ের ক্ষমতাচ্যুত ডেপুটি প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া মুগাবেকে ক্ষমতা ছেড়ে দেয়ার আহ্বান জানান৷ বলেন, ‘‘জনগণের দিকে তাকিয়ে মুগাবের উচিত ক্ষমতা থেকে সরে দাঁড়ানো৷’’ এর সঙ্গে নানগাগওয়া আরো জানান যে, কেবলমাত্র নিরাপত্তা নিশ্চিত হলে দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন তিনি৷

মঙ্গলবার এক ই-মেল বার্তায় নানগাগওয়া বলেন,‘‘জিম্বাবোয়ের জনগণ একস্বরে কথা বলেছে৷ প্রেসিডেন্ট মুগাবের কাছে আমার অনুরোধ, দেশের মানুষের এই জোরালো আহ্বান মেনে নিয়ে তিনি যেন পদত্যাগ করেন৷ এতে করে এ দেশ সামনে এগিয়ে যেতে পারবে এবং উত্তরাধিকারের প্রথা বজায় রাখতে পারবে৷''

৯৩ বছর বয়সি রবার্ট মুগাবের উত্তরাধিকার কে হবেন, তা নিয়েই শুরু হয় এ দ্বন্দ৷ গত মঙ্গলবার স্ত্রী গ্রেসকে ক্ষমতায় বসাতে ভাইস প্রেসিডেন্ট নানগাগওয়াকে বহিষ্কার করেন মুগাবে৷ এর পরপরই দেশ থেকে পালিয়ে যান এমারসন নানগাগওয়া৷

গত ১৯ নভেম্বর মুগাবের জানু-পিএফ দল তাঁকে দল থেকে বহিষ্কার করে নতুন নেতা হিসেবে এমারসন নানগাগওয়াকে স্বীকৃতি দেয়৷ অন্যদিকে, রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করতে নানগাগওয়াকে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন মুগাবে৷ কিন্তু নানগাগওয়ার কথায়, ‘‘ভাইস প্রেসিডেন্ট পদ থেকে পদচ্যুত হওয়ার সময় আমি যে ব্যবহার পেয়েছি, তার প্রেক্ষিতে ব্যক্তিগত নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত না হয়ে আমি দেশে ফিরবো না৷ আর এ কথা আমি ইতিমধ্যেই প্রেসিডেন্ট মুগাবেকে জানিয়েছি৷''

আরএন/ডিজি (রয়টার্স)