1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে নিহত ৩

২৮ নভেম্বর ২০১৭

রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জ সদরের সীমান্তে পদ্মার একটি চরে সন্দেহভাজন জঙ্গিদের একটি আস্তানা ঘিরে র‌্যাবের অভিযানে গোলাগুলি ও বিস্ফোরণের পর তিনজনের মৃতদেহ পাওয়া গেছে৷

https://p.dw.com/p/2oN9o
ফাইল ছবিছবি: Getty Images/AFP/Str

রাজশাহী র‌্যাব ৫-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মাহাবুব আলম ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘‘মঙ্গলবার ভোরের দিকে গোলাগুলি ও বিস্ফোরণের মধ্যে বাঁশ আর টিনের তৈরি ওই ঘরে আগুন ধরে যায়৷ সকালে আগুন নেভার পর বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ওই বাড়ির ধ্বংসস্তূপে তিনজন পুরুষের পোড়া লাশ পান৷''

র‍্যাব বলছে, ‘জঙ্গি আস্তানাটির' আশপাশে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে কোনো বাড়িঘর নেই৷ এই চরে অতিথি পাখির ছবি তুলবে বলে কয়েক মাস আগে দু'জন ব্যক্তি বাড়িটি ভাড়া নেন৷ ভোরে অভিযান শুরুর পর ‘জঙ্গিদের' আত্মসমর্পণ করার জন্য র‍্যাব মাইকে আহ্বান জানায়৷ কিন্তু ‘জঙ্গিরা' ভেতর থেকে বিস্ফোরণ ঘটায়৷ বাড়িটিতে আগুন লেগে এর বেশ কিছু অংশ পুড়ে গেছে৷

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে জানান, সেখান থেকে দু'টি পিস্তল, তিনটি গ্রেনেড, আটটি ডেটোনেটর, ১২টি পাওয়ার জেলসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে৷

এছাড়া ওই বাড়ির মালিক রাশিকুলের স্ত্রী নাজমা বেগম, নাজমার বাবা খোরশেদ আলম ও মা মিনারা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য গোদাগাড়ীর সাদীপুর গ্রাম থেকে আটক করেছে র‌্যাব৷

এপিবি/ডিজি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য