1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জঙ্গলে ঘোড়া ব্যবহার পরিবেশবান্ধব

কার্ল হারেনব্রক / এআই৮ মার্চ ২০১৪

জঙ্গলের সঙ্গে প্রাণীর সম্পর্ক অত্যন্ত নিবিড়৷ জঙ্গলে তাদের ঘুরে বেড়ানোর ফলে পরিবেশের তেমন ক্ষতি হয়না৷ বাভেরিয়া জঙ্গলে কাঠ পরিবহনে তাই ব্যবহার করা হয় ঘোড়া৷ কারণ কাঠ কাটতে বড় গাড়ির ব্যবহার জঙ্গলের জন্য ক্ষতিকর৷

https://p.dw.com/p/1BLl9
ছবি: imago/blickwinkel

নিজের ওজনের চেয়ে দ্বিগুণ ভার বহনে সক্ষম বাভারিয়ার ঘোড়া ভিয়েনি৷ তার বয়স আট বছর৷ শীতের সময় বাভেরিয়ার জঙ্গলে গাছ পরিবহনে তার সহায়তা নেন স্টেফান এয়ারহার্ট৷

জঙ্গলের মধ্যে থেকে রাস্তা অবধি প্রায় ত্রিশ মিটার জায়গা গাছ নিয়ে পাড়ি দেয় ভিয়েনি৷ সে শান্তভাবে, নিরিবিলি কাজ করে৷ ভিয়েনির নিয়ন্ত্রক স্টেফান এয়ারহার্ট এই বিষয়ে বলেন, ‘‘ঘোড়া যতই তেজী, শক্তিশালী হোক না কেন, কাজটি অত্যন্ত কঠিন৷ দুটি শিকলে বাধা গাছ নিয়ে কখনো বামে, কখনো ডানে চলতে হয়৷ মোটামুটি পুরো শীতকাল কাজ করার পর বিশ্রামের সুযোগ পায় তারা৷''

স্টেফেন এয়ারহার্ট এবং ভিয়েনি অভিজ্ঞ টিমের মতো কাজ করে৷ ঘোড়াটি মালিকের নির্দেশনা বুঝতে পারে৷ ‘হুট' বললে ডানে, ‘ভুস্ট' বললে বামে চলে সে৷

ভিয়েনি কৌশলে বিভিন্ন প্রতিবন্ধকতা এড়িয়ে চলে৷ মাটির প্রতিও সচেতন সে৷ বনের মধ্যে গাছ পরিবহনের জন্য ব্যবহৃত ভারি গাড়ির তুলনায় সে ক্ষতি অনেক কম করে৷ আর বনের মালিকরা ঘোড়ার তারিফ করে৷ তাছাড়া ছোট বনে ভারি এবং দামি গাড়ি, যন্ত্রপাতি ব্যবহার করে পোষায় না, মনে করেন এয়ারহার্ট৷ তিনি বলেন, ‘‘এসব হাতের কাজের জন্য আমার মতো ছোট ব্যবসায়ীদের চাহিদা বেশি৷''

প্রতিদিন আট কেজির মতো খাবার খায় ভিয়েনি৷ শরীর ঠিক রাখতে এটা দরকার৷ কাজের পরিমাণ অনুযায়ী টাকা পাবেন স্টেফেন এয়ারহার্ট৷ ঘণ্টা হিসেবে তাঁর কাজের অংশ হিসেবে ট্রাক্টরও ব্যবহার করেন তিনি৷ প্রতি কিউবিক মিটার কাঠের জন্য গড়ে বিশ ইউরো করে পান তিনি৷

ভারি ট্রাক্টর চালানোর জন্য জঙ্গলের মধ্যে নির্ধারিত পথ রয়েছে৷ বাকি পরিবহনের কাজ ভিয়েনিকে করতে হয়৷ বিশেষজ্ঞরা এই প্রক্রিয়াকে বলেন, টেকসই বন ব্যবস্থাপনা৷

যন্ত্রপাতির তুলনায় ঘোড়া ব্যবহার করলে অবশ্য কাঠ সংগ্রহে খরচ বেশি পড়ে৷ কিন্তু বনের মালিকরা ঘোড়াতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন৷ ঘোড়া মেশিনের চেয়ে অনেক বেশি পরিবেশবান্ধব৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য