1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জগিং প্যান্টস যেখানে পরা উচিত

১৫ ফেব্রুয়ারি ২০১৪

জগিং বা ‘স্যোয়েটপ্যান্টস’-এর ব্যবহার ক্রমশ বাড়ছে৷ ফ্যাশন ডিজাইনাররা বলছেন, এ পোশাক আর জিমে পরা বা জগিংয়ের সময় ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ নেই৷ বরং ভবিষ্যতের ফ্যাশনাবল প্যান্ট হতে চলেছে স্যোয়েটপ্যান্টস৷

https://p.dw.com/p/1B8b3
Sport und Fitness in der Stadt
ছবি: Fotolia/Kzenon

প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার স্টেলা ম্যাককার্টনি তাঁর হালনাগাদ ফ্যাশন পণ্যে যোগ করেছেন স্যোয়েটপ্যান্টস৷ অনেকের ধারণা, এই প্যান্ট পরে শীঘ্রই মানুষ ক্লাস করবে, অফিস আদালতে যাবে, এমন কি হয়ত বিয়ের অনুষ্ঠানেও যেতে পারে৷ তবে বিষয়টি কতটা নয়নাভিরাম কিংবা কতটা দৃষ্টিকটু তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক৷ আসুন জগিং প্যান্টস-এর পক্ষের এবং বিপক্ষের চারটি যুক্ত সম্পর্কে জানা যাক৷

পক্ষে যেসব যুক্তি:

১. জগিং প্যান্টস-এর চেয়ে আরামদায়ক আর কিছু হতে পারে না৷ এই পোশাককে জনপ্রিয় করতে সম্প্রতি জার্মানিতে ‘স্যোয়েটপ্যান্টস দিবস' পালন করা হয়েছে৷ ফেসবুকে এই দিবসের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন কয়েক হাজার জার্মান৷ ফেসবুক পাতা: http://dpaq.de/nb1rJ

২. জগিং প্যান্টস গতানুগতিক কোনো পোশাক নয়৷ ‘স্যোয়েটপ্যান্টস দিবস'-এর সহ-আয়োজক মাটিয়াস স্ট্রোমেয়ারের মতে, ‘‘অনেকে মনে করেন, পাবলিক এরিয়া বা সর্ব সমক্ষে জগিং প্যান্টস পরা যাবে না৷ এই গতানুগতিক ধারণা বদলে দিতেই জগিং প্যান্টস দিবসের আয়োজন করি আমরা৷''

৩. জগিং প্যান্টস পরলে মেয়েদের বেশ ‘স্টাইলিশ' দেখায়৷ ফ্যাশন পরামর্শক ইনেস মেরোজের মতে, জগিং প্যান্টসের সঙ্গে হাই-হিল পরলে মেয়েদের স্মার্ট লাগবে৷

৪. আপনার স্বকীয়তা ফুটিয়ে তুলতে পারে স্যোয়েটপ্যান্টস৷ বিশেষ করে ডিজাইনারদের তৈরি ‘জগিং বটমস' বা জগিং প্যান্টস নারীর পোশাকে আরো বেশি বৈচিত্র আনতে পারে৷

জগিং প্যান্টসের বিপক্ষের যুক্তি:

১. পোশাক পরিধানের ক্ষেত্রে স্থান এবং সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ জগিং প্যান্টস শুধুমাত্র ব্যায়ামের সময় পরার জন্য তৈরি৷ জার্মানির ‘এটিকেট অ্যাসোসিয়েশন'-এর আগনেস ইয়ারোশ মনে করেন, ‘‘জগিং বটমস সবসময় জগিং বটমস-ই থাকবে৷ সেটা ডিজাইনাররা তৈরি করুক বা অন্য কেউ৷''

২. জগিং প্যান্টস পরলে আপনাকে ‘স্বল্প-আয়ের দুনিয়ার' বাসিন্দা মনে হতে পারে৷

৩. পাবলিক প্লেসে জগিং প্যান্টস পরে ঘুরলে পুরুষদের ‘স্লপি' মনে হয়৷

৪. জগিং প্যান্টস পরার মাধ্যমে মানুষের মনে আঘাত করার শঙ্কা থাকে৷ যেমন ধরুন, কেউ যদি বিয়ের অনুষ্ঠানে জগিং প্যান্টস পরে যান, তাহলে সেটা অসৌজন্যমূলক আচরণ হিসেবে বিবেচিত হতে পারে৷

প্রশ্ন হচ্ছে, ডিজাইনারদের চেষ্টা সত্ত্বেও তাহলে কি স্যোয়েটপ্যান্টস সর্বত্র পরিধেয় পোশাকে পরিণত হবে না? এক্ষেত্রে বলা যেতে পারে জিন্সের কথা৷ একসময় জিন্স পরতেন শুধু খনি শ্রমিকরা৷ এখন সেটা সবাই, কার্যত সর্বত্র পরেন৷ ভবিষ্যতে জগিং প্যান্টসের ক্ষেত্রেও যে এমনটা হবে না, সে নিশ্চয়তা কে দিচ্ছে?

এআই/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য