1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জকোভিচের অস্ট্রেলীয় ওপেন জিতে রেকর্ড সৃষ্টি

২৯ জানুয়ারি ২০১২

রাফায়েল নাদালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা ছিনিয়ে নিলেন বিশ্ব সেরা টেনিস তারকা নোভাক জকোভিচ৷ এছাড়া পাঁচ ঘণ্টা ৫৩ মিনিট খেলে দীর্ঘতম ফাইনালের রেকর্ড গড়ল নাদাল-জকোভিচ জুটি৷

https://p.dw.com/p/13shA
রানার্স আপ ট্রফিটা কি খুব ভারী মনে হচ্ছে নাদালের?ছবি: dapd

অস্ট্রেলিয়ার স্থানীয় সময় রবিবার রাত আট টায় ফাইনালে লড়তে নামে নাদাল ও জকোভিচ৷ সেই খেলা রবিবার ছাড়িয়ে সোমবার রাত একটা সাঁইত্রিশ মিনিটে শেষ হয়েছে৷ শুধু সময়ের বিচারেই দীর্ঘ নয়, বরং একইসাথে পাঁচ সেটের ফাইনাল ছিল এটি৷ প্রথম সেটে পিছিয়ে গেলেও ২-১ লিড নিয়েই ঘুরে দাঁড়ান ২৪ বছর বয়সি সার্বীয় তারকা জকোভিচ৷ শেষ পর্যন্ত খেলার ফল দাঁড়ায় ৫-৭, ৬-৪, ৬-২, ৬-৭ এবং ৭-৫৷

নাদালকে হারিয়ে ২৩ লাখ অস্ট্রেলীয় ডলারের চেক জিতে নেন জকোভিচ৷ সাথে নাদালের বিরুদ্ধে টানা সাতটি ফাইনাল জয়ের সাফল্য৷ একইসাথে টানা তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতে ১৯৬৮ সালে শুরু হওয়া ওপেন যুগের পঞ্চম ব্যক্তি হওয়ার গৌরব অর্জন করলেন ভক্তদের প্রিয় ‘নক্স'৷

Tennis Australian Open Djokovic Nadal
অপ্রতিরোধ্য এখন জকোভিচছবি: dapd

গত বছরের মার্চ মাস থেকে এখন পর্যন্ত নাদালকে সাতটি ফাইনালে হারালেন তিনি৷ অন্যদিকে, টানা তিনটি মেজর ফাইনালে হেরে ওপেন আসরের ইতিহাসে ব্যর্থতার প্রথম রেকর্ড গড়েছেন নাদাল৷ এর আগে গত বছরের উইম্বলডন এবং ইউএস ওপেন আসরেও জকোভিচের কাছে চার সেটে হেরেছেন নাদাল৷

তাই এমন ঐতিহাসিক জয়ের পর জকোভিচ আনন্দে নিজের জামা ছিঁড়ে ফেলেন৷ ছুটে যান ভক্তদের শিবিরে৷ ভক্তদের সাথে নিয়ে উল্লাস করতে থাকেন দীর্ঘ সময়৷ জড়িয়ে ধরেন তাঁর প্রিয় কোচকে৷

উল্লেখ্য, অস্ট্রেলিয়ান ওপেন ২০১২ এর ফাইনালে যে দীর্ঘতম খেলার রেকর্ড তৈরি হয়েছে তার আগের মেজর সিঙ্গলস আসরের রেকর্ডটি ছিল চার ঘণ্টা ৫৪ মিনিটের ইউএস ওপেন আসরের ফাইনাল খেলার৷ সেটি ছিল ১৯৮৮ সালের আসরে ম্যাটস উইল্যান্ডার্স এবং ইভান লেন্ডল-এর মধ্যে৷ শিরোপা জিতেছিলেন উইল্যান্ডার্স৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম