1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জকোভিচ এবারেও ব্যর্থ, সেরা সেই নাদাল

১৪ সেপ্টেম্বর ২০১০

ইউ এস ওপেন টেনিসে জয়ের মুকুট ছিনিয়ে নিলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় রাফায়েল নাদাল৷ তিনি ৬-৪, ৫-৭, ৬-৪, ৬-২ সেটে পরাজিত করেন নোভাক জকোভিচকে৷ ২৪ বছর বয়স্ক নাদাল তৃতীয় বাছাই সার্বিয়ার জকোভিচকে পরাজিত করেন সোমবার৷

https://p.dw.com/p/PBan
ইউ এস ওপেন, টেনিস, রাফায়েল নাদাল,নোভাক জকোভিচ, নিউ ইয়র্ক, US Open, Rafael Nadal, Winner, Grand Slam, Tennis Tournament
ট্রফি হাতে জয়ের হাসি নাদালেরছবি: AP

বৃষ্টির কারণে ফাইনাল খেলা শুরু হতে দেরি হয়েছে প্রায় সাড়ে তিন ঘন্টা৷ নিউ ইয়র্কে অনুষ্ঠিত এই খেলায় জয়লাভের মধ্যে দিয়ে গ্র্যান্ড স্লাম খেতাব অর্জনের জন্যে যে চারটি প্রতিযোগিতা জেতা প্রয়োজন, তার সবগুলোই জেতা হয়ে গেল রাফায়েল নাদালের৷ টেনিসের ইতিহাসে নাদাল সপ্তম খেলোয়াড়, যিনি গ্র্যান্ড স্লামের জন্যে প্রধান চারটি টুর্নামেন্টেই জিতলেন৷ এই চারটি টুর্নামেন্ট হল,অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, ইউ এস ওপেন এবং উইম্বলডন৷ রাফায়েল নাদালের আগে ফ্রেড পেরি, ডন বাজ, রড লেভার, রয় এমারসন, আন্দ্রে আগাসি এবং রজার ফেদারার এই চারটি টুর্নামেন্ট বিজয়ের অধিকারী৷

ইউ এস ওপেন জেতার পরে নাদালকে বিভিন্ন প্রশ্ন করা হয়, তবে কোনটার উত্তরই তিনি এমনভাবে দেননি যাতে রজার ফেদারারকে ছোট করা হয়৷ তিনি বলেন, ‘‘ফেদারারের সঙ্গে আমার তুলনা করলে সেটা হবে বোকামি৷ কেননা খেতাবই বলে দেয় তিনি আমার চেয়ে বড় মাপের খেলোয়াড়৷ আর এই মুহুর্তে সেটাই সত্যি''৷ নাদাল বলেন, ‘‘আমার জীবনে সবসময়, সবসময়ই রজার এক উদাহরণ৷ বিশেষ করে তিনি তাঁর ক্যারিয়ারের সবটা সময় জুড়েই তিনি টেনিসের উন্নতি ঘটিয়ে গেছেন৷ এবং এটি খুবই ভালো একটা ব্যাপার , যা যে কেউই করতে পারে, তাই নয় কী?''

রাফায়েল নাদাল এর আগে পাঁচবার ফ্রেঞ্চ ওপেন, দুবার উইম্বলডন, একবার অস্ট্রেলিয়ান ওপেন জেতেন৷ এবং শেষে ইউ এস ওপেন জেতার মধ্যে দিয়ে তাঁর খেতাবের সংখ্যা এখন নয়৷  অন্যদিকে রজার ফেদারারের খেতাবের সংখ্যা ১৬-তে পৌঁছে গেছে৷ 

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা:  সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়