1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ছাত্র-রাজনীতির নামে ঘটছে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা’

১৩ জানুয়ারি ২০১২

বাংলাদেশে ছাত্র-রাজনীতি বিষয়টি নতুন নয়৷ কিন্তু এই ছাত্র-রাজনীতি কখনও কখনও সহিংসতার রূপ নিয়েছে৷ রক্তাক্ত সব ঘটনা ছাত্র-রাজনীতিকে কলঙ্কিত করেছে৷

https://p.dw.com/p/13iQP
প্রতিবাদ যখন সহিংসতার রূপ নেয়ছবি: AP

সম্প্রতি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদকে হত্যা করা হয়৷ এর সঙ্গে জড়িত থাকার সন্দেহে অবশ্য তিন ছাত্রকে বহিস্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে৷ ছাত্ররাজনীতির এই সহিংস রূপ নিয়ে সহকর্মী মারিনা জোয়ারদার কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের প্রধান ডঃ আকমল হোসেনের সঙ্গে৷ তার কাছে প্রশ্ন করা হয়েছিল বিশ্ববিদ্যালয় প্রঙ্গনে এ ধরণের মৃত্যু কী এই প্রথম? ডঃ আকমল হোসেন জানান,‘‘না, বাংলাদেশে এ ধরণের ঘটনা এই প্রথম নয়৷ অনেক বছর ধরেই আমরা দেখছি ছাত্র-রাজনীতির সঙ্গে জড়িত থাকায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সহিংসতার ঘটনা ঘটছে৷ সেটা শুধু ঢাকাতেই নয়৷ রাজশাহী, চিটাগংসহ আরো বেশ কিছু বড় বড় বিশ্ববিদ্যালয়ে এ ধরণের ঘটনা ঘটেছে৷ তাই জুবায়ের হত্যাকে প্রথম ঘটনা বলা ঠিক হবে না৷'' 

ডঃ আকমল ছাত্র-রাজনীতি সমর্থন করে বলেন, ‘‘ব্রিটিশ যুগ, পাকিস্তান যুগ থেকে শুরু করে ছাত্র-রাজনীতির ধারা চলে আসছে৷ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেশের সঙ্কটকালে গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই পালন করতে পারে৷ তাদের মতামত দিতে পারে৷ তারা সবাই প্রাপ্তবয়স্ক নাগরিক৷ তাদের মতামতের মূল্য রয়েছে৷ কিন্তু এখন ছাত্র-রাজনীতির নামে যা হচ্ছে তা হচ্ছে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা৷ হত্যা এবং লুন্ঠনের প্রতিযোগিতা৷''  

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য