‘ছবিঘরগুলো দেখে মুগ্ধ' | পাঠক ভাবনা | DW | 19.11.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ছবিঘরগুলো দেখে মুগ্ধ'

‘‘ডিডাব্লিউ-র ওয়েবসাইটের পাতা উল্টাতে গিয়ে ভারতের সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের সংগীতময় জীবনকে ফিরে দেখা ছবির অসাধারণ অ্যালবাম দেখে মুগ্ধ হলাম৷ এর জন্য ডয়চে ভেলেকে অসংখ্য ধন্যবাদ৷''

এ মন্তব্য নতুন দিল্লির বন্ধু সুভাষ চক্রবর্তীর৷ তাঁর কথায়, ‘‘লাইপসিশ, যে শহর থেকে সাবেক দুই জার্মানির পুনর্মিলনের সূচনা হয়েছিল – শীর্ষক পরিবেশনাটি পড়ে লাইপসিশ শহরের সমকালীন ইতিহাস ও সাবেক জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্রের সরকারি রাষ্ট্র সুরক্ষা পরিষেবা ‘স্টাসি'-র কর্মকাণ্ড সম্বন্ধে কিছুটা ধারণা পেয়ে গেলাম৷ প্রতিবেদনের নীচের ইন্টারনেট লিঙ্ক খুলে লাইপসিশ শহর সম্পর্কে আরও তথ্যও দেখে নেবার সুযোগ পেয়ে ভালো লাগলো৷ মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনায় জঙ্গিবাদের বিরুদ্ধে জর্ডান, মিশর ও ব্রিটেনের মনোভাব সম্পর্কে অবগত হলাম৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি, ভারত৷''

পরের ই-মেলে মতামত জানিয়েছে পাঠক বারিক৷ তাঁর বক্তব্য: ‘‘জার্মান সংস্কৃতির কিছু অজানা তথ্য নিয়ে আপনাদের ছবিঘর আমার হৃদয় ও মন ছুঁয়ে গেছে৷ প্রতিটি দেশেরই বোধ হয় কিছু বিষয় থাকে, যেগুলো বিদেশিদের কাছে নতুন বা অন্যরকম মনে হয়৷ জার্মানিও সেক্ষেত্রে ব্যতিক্রম নয়৷ জার্মান সংস্কৃতির কিছু মজার তথ্য নিয়ে এই ছবিঘর৷ চমৎকার লেখনীর মাধ্যমে জার্মান সংস্কৃতির কিছু তথ্য আমার কাছে দারুণ মনে হয়েছে৷ তাই আজ আমি ডয়চে ভেলের একজন নিয়মিত পাঠক হিসাবে গর্বিত৷ ইউরোপের সাংস্কৃতিক জীবনের নানা দিকের ব়্যাংকিং হচ্ছে ‘ইউরোপ লিস্ট'৷ জার্মানির গ্যোটে ইন্সটিটিউট ৩০টি দেশের ২২ হাজার মানুষের মতামতের ভিত্তিতে তৈরি করেছে এই তালিকা৷ এই ভাবেই ‘ইউরোপের যা কিছু নজর কাড়ে' শিরোনামে প্রতিবেদনটিতে ফুটে উঠেছে ইউরোপের সাংস্কৃতিক জীবনের নানা চিত্র৷

পাঠক বারিক তিনি আরো জানিয়েছেন, ‘‘আঙুর ফলের রয়েছে অনেক গুণ৷ আঙুর খান, সুন্দর থাকুন৷ ‘আঙুর স্বাস্থ্যের জন্য এত ভালো কেন?' – এই প্রশ্ন শিরোনামে আপনাদের প্রতিবেদনটি আমার বেশ ভালো লাগলো৷ এ ফলের উপকারিতা এবং চমৎকার তথ্য আমাকে মুগ্ধ করেছে৷

এমন চমৎকার প্রতিবেদনের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ৷ প্রতিদিন নতুন নতুন তথ্য এবং ছবিসহ প্রতিবেদন সব মিলিয়ে ডয়চে ভেলে একটি অসাধারণ প্লাটফর্ম, যাতে কোনো কিছুই বাদ পড়ে না৷ পৃথিবী থেকে মঙ্গলগ্রহ, টেকনাফ থেকে তেঁতুলিয়া – সবই আপনাদের ওয়েবসাইটে বিশেষ গুরুত্বের সাথে স্থান পায়, যা পড়ে আমার মতো পাঠকের হৃদয় ও মন জুড়ায়৷ ‘ধূমকেতুর পুলক' শিরোনামে মহাকাশের খবর আমার দারুণ লেগেছে৷ জানতে পেরেছি ধূমকেতু থেকে বিস্ময়কর তথ্য বিজ্ঞানীদের জন্য অপেক্ষা করছে৷ এমএ বারিক, ভাটরা, সিহালী, শিবগঞ্জ, বগুড়া, বাংলাদেশ৷''

- মতামত পাঠানোর জন্য ধন্যবাদ দু'জনকে৷ আর শুভেচ্ছা সবার জন্য৷ ভালো থাকবেন, সাথে থাকবেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন