1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়ন্স লিগ

৫ নভেম্বর ২০১৩

মঙ্গল ও বুধবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের চতুর্থ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে৷ এর মাধ্যমে ছ’টি দল নকআউট পর্ব নিশ্চিত করতে পারে৷ গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ আর ন’বারের চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদ তাদের মধ্যে অন্যতম৷

https://p.dw.com/p/1ABKe
Bayern Munich's midfielder Thomas Mueller (L) scores the 1-2 as Hoffenheim's Belgian goalkeeper Koen Casteels (R) and Hoffenheim's midfielder Sebastian Rudy (C) look on during the German first division Bundesliga football match 1899 Hoffenheim vs FC Bayern Muenchen in Sinsheim, southern Germany, on November 2, 2013. AFP PHOTO / DANIEL ROLAND DFL RULES TO LIMIT THE ONLINE USAGE DURING MATCH TIME TO 15 PICTURES PER MATCH. FOR FURTHER QUERIES PLEASE CONTACT DFL DIRECTLY AT + 49 69 650050. (Photo credit should read DANIEL ROLAND/AFP/Getty Images)
ছবি: Getty Images/AFP

দুটি দলই এখন পর্যন্ত তাদের তিনটি খেলাই জিতেছে৷ মঙ্গলবার বায়ার্ন খেলবে চেক দল ভিক্টোরিয়া পিলসেনের বিরুদ্ধে৷ দু'সপ্তাহ আগে তাদেরকে নিজেদের মাঠে ৫-০ গোলে হারিয়েছিল বায়ার্ন৷ এদিকে রেয়াল মাদ্রিদের খেলা হবে জুভেন্টাসের সঙ্গে৷ তাদের সঙ্গে আগের খেলায় ২-১ গোলে জিতেছিল রেয়াল৷

বায়ার্ন আর রেয়াল ছাড়া অ্যাটলেটিকো মাদ্রিদ ও প্যারি' সাঁ-জার্মাঁ বা পিএসজি'ও তাদের তিনটি খেলায় জিতেছে৷ অ্যাটলেটিকো বুধবার খেলবে অস্ট্রিয়ার ভিয়েনের বিরুদ্ধে৷ এ দুটি দলের আগের খেলায় ৩-০ গোলে জিতেছিল স্প্যানিশরা৷ এর আগে মঙ্গলবার পিএসজির খেলা আছে বেলজিয়ামের আন্ডেয়ালেখটের বিরুদ্ধে৷

চতুর্থ পর্ব খেলে নকআউট নিশ্চিত করতে পারে ম্যানচেস্টার সিটিও৷ যদিও তারা একটি ম্যাচে হেরেছে৷ মঙ্গলবার সিএসকেএ মস্কোর বিরুদ্ধে খেলতে নামবে তারা৷

বার্সাও নকআউট পর্বে নাম লেখাতে পারে যদি তারা বুধবার নিজেদের মাঠে এসি মিলানকে হারাতে পারে৷ ম্যানচেস্টার ইউনাইটেড রেয়াল সোসিয়েডাডকে হারাতে পারলে নকআউটের পথে এগিয়ে যাবে অনেকখানি৷

তিন দলের পয়েন্ট সমান

গ্রুপ এফ এর তিন দল আর্সেনাল, বোরুসিয়া ডর্টমুন্ড আর নাপোলির পয়েন্ট সমান৷ তাই এই গ্রুপে এখনো উত্তেজনা বহাল রয়েছে৷ বুধবার রাতে ডর্টমুন্ড মুখোমুখি হচ্ছে আর্সেনালের৷ আগের খেলায় ডর্টমুন্ড ইংল্যান্ডে গিয়ে আর্সেনালকে হারিয়ে এসেছে ২-১ গোলে৷ তবে গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় আর্সেনাল ২-০ গোলে হারিয়েছে লিভারপুলকে৷ এর ফলে লিগে পাঁচ পয়েন্টের ব্যবধানে এখন শীর্ষে আর্সেনাল৷ লিগের এই পারফরম্যান্সকে কাজে লাগিয়ে উজ্জীবিত আর্সেনাল খেলোয়াড়রা চাইবে ডর্টমুন্ডকে তাদের মাঠে হারিয়ে প্রতিশোধ নিতে৷ কিন্তু ইয়ুর্গেন ক্লোপের দল ডর্টমুন্ড কি সেটা হতে দেবে?

জেডএইচ/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য