1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেতা অপসারণ

১৫ মার্চ ২০১২

চীনের কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা বো শিলাই’কে তাঁর পদ থেকে অপসারণ করা হয়েছে৷ এই অপসারণকে ঘিরে দেশ জুড়ে চলছে বিতর্ক৷ চীনের রাজনীতিতে এ ঘটনার একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷

https://p.dw.com/p/14L0X
ছবি: AP

চীনের চংচিং মহানগরের কমিউনিস্ট পার্টির প্রধান বো শিলাই'কে তাঁর পদ থেকে বরখাস্ত করা হয়েছে৷ সে দেশের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া বৃহস্পতিবার এ খবর জানিয়েছে৷

বো শিলাই'র শূন্য পদে, চংচিং মহানগর কমিউনিস্ট পার্টির উপপ্রধান জাং দেজাং স্থলাভিসিক্ত হবেন বলেও জানানো হয়েছে৷ কিন্তু বো শিলাই'কে তাঁর পদ থেকে কেন সরিয়ে দেয়া হয়েছে, এ বিষয়ে এখনো স্পষ্ট করে কোনো কারণ জানায় নি সরকার৷

বো'কে অপসারণের ঘটনায় দেশ জুড়ে চলছে আলোচনার ঝড়৷ তবে এ ঘটনার পর এখনো বো শিলাই'এর কোনো মন্তব্য পাওয়া যায় নি৷

চীনের রাজনীতিতে অত্যন্ত ‘প্রভাবশালী ' ও ‘ক্ষমতাশীল' ভূমিকা রয়েছে অত্যন্ত ‘ক্যারিসম্যাটিক' এই নেতার৷ সমাজতন্ত্রের ‘লাল ঝান্ডা'-কে চীনে আবারো নতুন করে জনপ্রিয় করে তুলতে নানামুখী পদক্ষেপ নিয়েছিলেন বো৷ এছাড়া দুর্নীতি বিরোধী অভিযানের জন্যও বিশেষ ‘বিতর্কিত' হয়ে ওঠেন বো শিলাই৷

China Politikskandal
কমিউনিস্ট পার্টির মিটিং থেকে বেড়িয়ে যাচ্ছেন বো শিলাইছবি: dapd

বো'এর দুর্নীতি বিরোধী অভিযানের ডান হাত বলে পরিচিত, চংচিং নগরের পুলিশ প্রধান ওয়াং লিজুং যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় পাবার চেষ্টা করছেন৷ এ জন্য তিনি গত মাসে মার্কিন দূতাবাসে দেখা করেছেন বলেও প্রকাশ হয়েছে৷ তাঁর এই ব্যাপারটিও তদন্ত করে দেখা হচ্ছে বলে খবর৷ ওয়াং লিজুং-এর এই ঘটনাটি বো'কে কিছুটা হলেও বিব্রতকর অবস্থায় ফেলেছে বলে মনে করা হচ্ছে৷

চিংচং শহরের দুর্নীতি দমন করতে শক্ত হাতে এক অভিযান পরিচালনা করেন বো৷ বিশেষজ্ঞরা বলছেন, এই অভিযান করতে গিয়েই আন্তর্জাতিক মাফিয়া-চক্রের মতো ক্ষমতাশীল কিছু মানুষের চক্ষুশুল হয়ে পড়েন তিনি৷ ফলে তাঁর শত্রুর সংখ্যা বাড়তে থাকে৷

চীনের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভেদকেও বো শিলাই'এর এই অপসারণের পেছনের অন্যতম প্রধান কারণ হিসেবে অনুমান করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷

৬২ বছর বয়সী সাবেক এই বাণিজ্যমন্ত্রী ‘কট্টর' সমাজতান্ত্রিক বলে পরিচিত৷ বলা হয়, বো'এর প্রভাবে কমিউনিস্ট পার্টিতে অপেক্ষাকৃত ‘উদারপন্থী' হিসেবে পরিচিত নেতারা কোণঠাসা হয়ে পরেছিলেন৷

রাজনৈতিক ভাবেও খুবই উচ্চাকাঙ্ক্ষী ছিলেন বো শিলাই৷ এ বছরের শেষ নাগাদ, কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ ক্ষমতাকেন্দ্র পোলিট ব্যুরো'র স্ট্যান্ডিং কমিটির সদস্য পদ পাবার ক্ষেত্রে একজন জোড় প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি৷ ফলে তাঁকে সরিয়ে দেয়ায়, উদারপন্থী হিসেবে পরিচিত চীনের বর্তমান প্রেসিডেন্ট হু জিনতাও এবং প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও এক ধরণের স্বস্তি পেয়েছেন বলে ব্যাখ্যা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷

বেইজিং'এর স্তিনহুয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্যাট্রিক চোভানেক বলেন, ‘‘বো'এর খোলামেলা ও আত্মবিশ্বাসী আচরণ অনেকেই গ্রহণ করতে পারে নি৷ তাছাড়া সমাজতন্ত্রীক দর্শন ছড়িয়ে দিতে গিয়ে তিনি যে ধরণের প্রচার কার্যক্রম করেছেন এবং দুর্নীতি দমন করতে গিয়ে যতোটা কঠিন হয়েছেন, সেটি অনেককেই ক্ষেপিয়ে তুলেছে৷''

বো শিলাই'এর এই অপসারণ চীনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ আরো নানা ঘটনার জন্ম দেবে বলেও ধারণা করা হচ্ছে৷

প্রতিবদেন: আফরোজা সোমা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য