1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনের ইন্টারনেট নিয়ন্ত্রণ নিয়ে উত্তাপ

১ জুলাই ২০০৯

ইন্টারনেট নিয়ন্ত্রণের সর্বশেষ চীনা উদ্যোগ দেশ ও দেশের বাইরে তর্কের ঝড় তুলেছে৷ অবশ্য চীনের সরকারি বার্তা সংস্থা শিনহুয়া মঙ্গলবার জানিয়েছে, বিতর্কিত ফিল্টার সফটওয়্যার গ্রিন ড্যাম স্থাপনের সময়সীমা পিছিয়ে দেওয়া হয়েছে৷

https://p.dw.com/p/Iehg
ছবি: AP

জুলাই মাসের প্রথম দিন থেকে বিক্রিত পিসিতে সফটওয়্যারটি স্থাপন বাধ্যতামূলক করেছিল কমিউনিস্ট পার্টি শাসিত দেশটি৷

সরকার যদিও বলছে এ উদ্যোগ পর্নোগ্রাফি আটকানোর জন্য, তবে সমালোচকরা মনে করছেন ভিন্ন রাজনৈতিক মতের পথ রুদ্ধ করতে এটি একটি সরকারি ফন্দি৷ চীনে এমনিতেই অশ্লীল বলে পরিচিত ওয়েবসাইটগুলোর প্রবেশ নিয়ন্ত্রিত৷

সর্বশেষ উদ্যাগে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি বাজারেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে৷ উদ্যোগ বিলম্বিত করার ঘোষণার আগেই মার্কিন প্রতিষ্ঠানগুলো জানিয়ে দিয়েছিল তারা স্বল্প সময়ের নোটিশে এ নিয়ম মেনে চলতে পারবে না৷

চীনের সিলিকন ভ্যালি নামে পরিচিত উত্তর-পশ্চিম বেইজিংয়ের জংগুয়ানের ক্রেতা- বিক্রেতাদের এ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই৷ এ জায়গার অদূরে অবস্থিত রেনমিন বিশ্ববিদ্যালয়ের পাবলিক পলিসির অধ্যাপক মাও শওলং বার্তা সংস্থা এএফপিকে বলেন, গ্রিন ড্যাম পরিকল্পনা বিপণন নীতির পরিপন্থি৷ সরকার কোনোভাবেই বিশেষ একটি ব্র্যান্ডের সফটওয়্যার চাপিয়ে দিতে পারে না৷ তবে সরকারের এই নীতি খুচরো বিক্রতাদের ওপর খুব একটা প্রভাব ফেলতে পারবে বলে মনে করেন না তিনি৷

গ্রিন ড্যাম সফটওয়্যারটি অনলাইন বিষয়বস্তু নির্ণায়ক হিসেবে কাজ করবে৷এই সফটওয়্যারটি বেশ কয়েকটি সাইটে প্রবেশে বাধা দেবে৷ তবে কোন কোন সাইটে প্রবেশ আটকাবে সফটওয়্যারটি তা প্রকাশ করা হয়নি৷ এছাড়া নির্দ্দিষ্ট করে দেওয়া শব্দ ও ছবি সম্বলিত ওয়েবসাইটে প্রবেশও আটকাবে সফটওয়্যারটি৷

সমালোচকরা বলছেন, এক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে৷ ছবি ও শব্দের ক্ষেত্রে হবেই ধরে নেওয়া যায়৷শুকরের ছবিকে নগ্ন মানব-মানবীর ছবি ধরে নিয়ে তাও আটকে দেওয়া হতে পারে৷

বিখ্যাত চীনা ব্লগার ইয়াং হেংজুয়ান এবং নামজাদা স্থপতি আই ওয়েইওয়েই এই সফটওয়্যার স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন৷ দুজনেই এই সফটওয়্যার স্থাপনের পেছনে সরকারের হীন উদ্দেশ্য দেখছেন৷

টুইটারে একটি পোস্টে বার্ডস নেস্ট স্টেডিয়ামের স্থপতি ওয়েইওয়েই জুলাইয়ের এক তারিখ থেকে ইন্টারনেট ব্যবহার না করার জন্য চীনাদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ চীনের প্রায় ৩০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে৷ প্রসঙ্গত, ১ জুলাই চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার দিন৷

প্রতিবদক: নাসিরুদ্দিন খোকন, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক