1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবল জ্বরে অফিস কামাই!

২০ জুন ২০১৪

রাত জেগে খেলা দেখলে ঘুম আর হবে কী করে! আর ঘুম না হলে ঠিক সময়ে কাজে যাওয়াও সম্ভব নয়৷ তাই এ মুহূর্তে অফিস কামাইয়ের ধুম পড়েছে চীনে৷ পাওয়া যাচ্ছে নকল ‘সিক নোটস’৷

https://p.dw.com/p/1CM5E
China Internet Kurznachrichtendienst Weibo Internetcafe in Hefei
ছবি: Reuters

বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা চলছে ব্রাজিলে৷ চীনের সঙ্গে প্রায় ১২ ঘণ্টার সময়ের তফাত৷ অতএব খেলা দেখতে হলে ঘুমের ব্যাঘাত ঘটবেই৷ কিন্তু রোজ রোজ কোন অজুহাতে অফিস ফাঁকি দেওয়া যায়? কড়া নিয়ম এড়িয়ে কতদিনই বা কামাই করা সম্ভব? একমাত্র ডাক্তার বা হাসপাতাল থেকে সার্টিফিকেট পেলেই যা রক্ষা৷ অসুস্থ অবস্থায় তো আর কাজে যাওয়া যায় না!

চীনে এই চাহিদা মেটাতে চালু হয়েছে ‘সিক নোটস সার্ভিস'৷ দারুণ পরিষেবা৷ আপনাকে শুধু বলতে হবে, ঠিক কী কারণে অসুস্থ হতে চান, মানে নিজেকে অসুস্থ দেখাতে চান৷ জ্বর, হাড় ভাঙা, গর্ভপাত থেকে শুরু করে মারাত্মক সার্স ভাইরাস সংক্রমণ – রোগের বৈচিত্র্যের কোনো অভাব নেই৷ ! পরিষেবার ‘প্রডাক্ট ক্যাটালগ' থেকে পছন্দের অসুস্থতার কারণ বেছে নিন৷ মাশুল দিলেই হাসপাতালের স্ট্যাম্প ও ডাক্তারের স্বাক্ষর সহ সার্টিফিকেট পেয়ে যাবেন৷ গ্রাহকদের নাম-পরিচয় পুরোপুরি গোপন রাখার প্রতিশ্রুতিও দেওয়া হয়ে থাকে৷

চীনে এটা অবশ্য নতুন কোনো পরিষেবা নয়৷ দুর্নীতির আশ্রয় নিয়ে নকল নথিপত্র তৈরি করার ব্যবসা সে দেশে চলছে অনেক কাল ধরে৷ কিন্তু এত বড় আকারে এর চাহিদা বাড়ার কোনো ঘটনা আগে দেখা যায় নি৷ সংবাদ সংস্থা এএফপি সার্চ ইঞ্জিন ‘বাইডু'-তে ‘বেইজিং' এবং ‘সিক নোটস সার্ভিস' লিখে প্রায় ৪৯,৫০০ সাইটের খোঁজ পেয়েছে৷ কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম অবশ্য এমন খোঁজ নিষিদ্ধ করে দিয়েছে৷

‘সিক নোটস' পরিষেবার দামও বেশি নয়৷ নোট প্রতি ৩ ডলার ২০ সেন্ট দিলেই হলো৷ এক বিক্রেতা জানিয়েছেন, দিনে ৩০টির মতো ‘সিক নোটস' বিক্রি হচ্ছে৷ তবে ধরা পড়লে চাকরি হারাবার ভয়ও রয়েছে৷ এমনকি প্রতারণার জন্য শাস্তিও পেতে হতে পারে৷ কিছু কোম্পানি অবশ্য ফুটবল জ্বরের আগাম আভাস পেয়ে আগেভাগেই কাজের সময় বদলে ফেলেছে৷ তাতে সাপও মরছে না, লাঠিও ভাঙছে না৷

এসবি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য