1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চিকিৎসায় অবহেলা মেনে নেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

২৭ আগস্ট ২০১১

বেরসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর মান নিয়ন্ত্রণে সরকারের নীতিমালা তৈরির কাজ চলছে৷ স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, হাসপাতালগুলোর দুরবস্থা এবং চিকিৎসায় অবহেলা মেনে নেয়া হবে না৷

https://p.dw.com/p/12ON7
স্বাস্থ্য-পরিষেবা নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসনছবি: AP

আর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেছেন, হাসপাতালগুলো আধুনিক হোটেলের মত ঝকঝকে তকতকে করলেই চিকিৎসার মান নিশ্চিত করা যায়না৷ প্রয়োজন সেবার মনোভাব৷

নবজাতকের মৃত্যুর ঘটনায় বেসরকারি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসকসহ ৪ জন গ্রেফতার হওয়ার কয়েকদিন আগে ল্যাব এইড হাসপাতাল চিকিৎসায় অবহেলার কারণে ৫০ লাখ টাকা ক্ষতিপুরণ দিয়েছে৷ দু'টি ঘটনাই দেশের সর্বোচ্চ আদালতের নজরে আসায় প্রতিকার পাওয়া গেছে৷ কিন্তু বেসরকারি হাসপাতালগুলোতে অনেক পয়সা খরচ করেও চিকিৎসায় অবহেলার অভিযোগ প্রতিদিনের ঘটনা৷

Bangladesch Schweinegrippe Krankenhaus in Dhaka
হাসপাতালগুলির হাল ফেরাতে উদ্যোগের কথা বলছে সরকারছবি: AP

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, বেসরকারি হাসপাতালগুলোর সেবার মান দেখার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের৷ এজন্য আলাদা বিভাগ রয়েছে৷ তারা ঠিকমত কাজ করছে বলে মনে হয়না৷ তিনি বলেন, তবে হাসপাতালগুলোর দায়িত্ব সবার আগে৷ সেবার মনোভাব ছাড়া বাণিজ্যিক কারণে হাসপাতালগুলোকে হোটেলের মত ঝকঝকে তকতকে করে কোন লাভ নেই৷

আর স্বাস্থ্যমন্ত্রী  ডা. আ ফ ম রুহুল হক বলেন, বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলাসহ যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে তার সবই তারা তদন্ত করছেন৷ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে৷ কোনভাবেই চিকিৎসায় অবহেলা মেনে নেয়া হবেনা৷

তিনি অবশ্য নিজেই স্বীকার করেন যে বেসরকারি হাসপাতালগুলোর জরুরি বিভাগের দুরবস্থা সবচেয়ে বেশি৷ তারা জরুরি রোগীদের চিকিৎসা না দিয়ে সরকারি হাসপাতালে পাঠিয়ে দেয়৷ তিনি জানান, বেসরকারি হাসপাতালগুলোর মান পর্যালোচনার নীতিমালা তৈরি হচ্ছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য