1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চার শীর্ষ জামাত নেতার জামিন আবেদন খারিজ

২১ এপ্রিল ২০১১

যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতার বাংলাদেশ জামাতে ইসলামি দলের ৪ শীর্ষ নেতার জামিন আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাবুন্যাল৷ তাদের সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ বাতিলের আবেদনও গ্রহণ করেনি ট্রাইবুন্যাল৷

https://p.dw.com/p/111sw
আটক চার নেতাছবি: Harun Ur Rashid Swapan

জামাত নেতা মতিউর রহমান নিজামি, আলি আহসান মো. মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা এবং কামরুজ্জামনকে আজ সকালে ট্রাইবুন্যালে হাজির করা হয়৷ তাদের আইনজীবী অসুস্থতা এবং তদন্তের নামে সময়ক্ষেপণের কথা বলে তাদের জামিনের আবেদন জানান৷ আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে উন্নত চিকিৎসার নির্দেশ দেন৷ সাংবাদিকদের একথা জানান জামাত নেতাদের আইনজীবী তাজুল ইসলাম৷

তাজুল ইসলাম জামাত নেতা নিজামি এবং মুজাহিদকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ বাতিলেরও আবেদন জানান৷ আদালত সে আবেদনও নাকচ করে দেন৷ তাজুল ইসলাম জানান, তবে আদালত বলেছেন, তাদের জিজ্ঞাসাবাদের তথ্য আদালতে গ্রহণযোগ্য হবেনা৷

কিন্তু তাজুল ইসলামের এই কথার বিরোধিতা করেছেন প্রসিকউটর হায়দার আলি৷তিনি বলেন, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য আদালত একদমই গ্রহণ করবেন না তা ঠিক নয়৷ আদালতে উপস্থাপনের পর আদালত তা যাচাই বাছাই করে দেখবেন৷

আদালত প্রসিকউশনকে ১লা জুনের মধ্যে তদন্তের অগ্রগতি রিপোর্ট দাখিল করতে বলেছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক