1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলে এলো আইপ্যাডের দ্বিতীয় সংস্করণ

৩ মার্চ ২০১১

কালো ফুলহাতা টি-শার্ট আর নীল রংয়ের জিন্স প্যান্ট৷ এটা এখন একটা ট্রেডমার্ক পোশাক৷ এই পোশাকের ‘হ্যাঙ্গার’ মানে ঝুলিয়ে রাখার দেহটি হলো স্টিভ জবস’এর৷ বিখ্যাত মার্কিন কোম্পানি অ্যাপল’এর প্রধান নির্বাহী তিনি৷

https://p.dw.com/p/10Sfa
প্রথম আইপ্যাড হাতে স্টিভ জবসছবি: AP

এই আবরণ অচিরেই আবার দেখা যাবে কি না, তা নিয়ে বেশ ক'দিন ধরে ইন্টারনেটে বেশ লেখালেখি হচ্ছিল৷ অবশেষে সেটার অবসান হলো৷ স্টিভ জবস হাজির হলেন তাঁর চেনা পোশাকে৷ উপলক্ষ্য ট্যাবলেট কম্পিউটার ‘আইপ্যাড ২' এর আনুষ্ঠানিক ঘোষণা৷

এগার মাস আগে আইপ্যাডের প্রথম সংস্করণের ঘোষণা দিয়েছিলেন জবস৷ এরপর থেকে বিশ্বব্যাপী প্রায় দেড় কোটি আইপ্যাড বিক্রি হয়েছে৷ যেটা থেকে কোম্পানির আয় হয়েছে প্রায় এক হাজার কোটি ডলার৷

আর আইপ্যাডের জনপ্রিয়তা দেখে অন্যান্য কোম্পানিও ট্যাবলেট কম্পিউটার বানাতে মাঠে নেমে পড়ে৷ ফলে বাজারে ইতিমধ্যে চলে এসেছে বেশ কয়েকটি ট্যাবলেট৷ মানে প্রতিযোগিতার মুখে পড়ে যায় অ্যাপল৷ তাই তারা এবার নিয়ে এলো আইপ্যাডের দ্বিতীয় সংস্করণ৷

নতুন কী আছে এতে? জবস বলছেন এবার সামনে পেছনে ক্যামেরা থাকছে৷ ফলে স্থির বা চলমান ছবি তোলা বা ভিডিও চ্যাট সবই করা যাবে এবার৷ আর আইপ্যাড ২ আগের চেয়ে দেখতে পাতলা ও ওজনে হালকা৷ আগেরটার ওজন ছিল দেড় পাউন্ড, আর এবারটার ১.৩ পাউন্ড, মানে ৫৯০ গ্রাম৷

জবস বলছেন ‘এ৫' নামক চিপ সংযোজনের কারণে আইপ্যাড ২ এর গতি আগের সংস্করণের চেয়ে অনেক বেশি৷ আর গ্রাফিক্সও বেশ ভাল৷

দাম থাকছে আগের মতই৷ অর্থাৎ ধারণক্ষমতাভেদে ৪৯৯ থেকে ৮২৯ ডলারের মধ্যে৷

যুক্তরাষ্ট্রের বাজারে আইপ্যাড পাওয়া যাবে এ মাসেরই ১১ তারিখে৷ আর ২৫ তারিখ থেকে পাওয়া যাবে জার্মানি, ফ্রান্স, জাপান সহ ২৬টি দেশে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী