1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘর পরিষ্কারক শিশুকে স্থূল করে

২৯ সেপ্টেম্বর ২০১৮

ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে অনেকে জীবাণুনাশক আর ডিটারজেন্ট ব্যবহার করেন৷ তবে সাম্প্রতিক এক গবেষণার ফল বলছে, যাঁদের বাড়িতে নবজাতক শিশু আছে, তাঁদের এসব ব্যবহারে একটু সতর্ক হওয়া প্রয়োজন৷

https://p.dw.com/p/35f5z
ছবি: picture-alliance/dpa

মোট ৭৫৭ নবজাতকের উপর পরিচালিত গবেষণাটি ‘ক্যানাডিয়ান মেডিকেল এসোসিয়েশন জার্নাল' সিএমএজে-তে প্রকাশিত হয়েছে৷ ঐ নবজাতকদের বয়স তিন থেকে চার মাসের মধ্যে ছিল৷

গবেষকরা বলছেন, যে নবজাতকদের বাড়িতে নিয়মিতভাবে জীবাণুনাশক আর ডিটারজেন্ট ব্যবহৃত হয় তাদের (নবজাতক) শরীরে থাকা গাট ব্যাকটেরিয়ায় পরিবর্তন আসতে পারে৷ ফলে তাদের বয়স যখন তিন হবে তখন তাদের স্থূল হওয়ার সম্ভাবনা থাকে৷ 

উল্লেখ্য, মানুষের গাট, অর্থাৎ অন্ত্রে প্রায় ৩০০ থেকে ৫০০ ধরণের ব্যাকটেরিয়া থাকে৷

কসমেটিকস ব্যবহারে সাবধান

কসমেটিকস-সহ সৌন্দর্য্য বর্ধনকারী বিভিন্ন পণ্যে যে রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়, তা নারীদের প্রজনন হরমোনে পরিবর্তন আনতে পারে, বলে সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে৷

যুক্তরাষ্ট্রের জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ১৮ থেকে ৪৪ বছর বয়সি ১৪৩ জন নারীর ৫০০-র বেশি ইউরিনের নমুনা বিশ্লেষণ করেছেন৷ এতে তাঁরা দেখেছেন, কসমেটিকসে যেসব রাসায়নিক উপাদান ব্যবহৃত হয় সেগুলো নারীর প্রজনন হরমোনের উপর প্রভাব ফেলে৷

তবে গবেষকরা বলছেন, তাঁদের প্রাপ্ত ফলাফল নিশ্চিত হতে আরও গবেষণার প্রয়োজন৷

গবেষণা দলের নেতৃত্বদানকারী ড. আনা পোলাক কসমেটিকস ব্যবহারের আগে সেগুলো তৈরিতে কী ধরনের রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়েছে, তা দেখে নেয়ার পরামর্শ দিয়েছেন৷

লারিসা ভারনেক/জেডএইচ