1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রামীণ ব্যাংকের বিবৃতি অসার, ভিত্তিহীন: অর্থমন্ত্রী

৬ মার্চ ২০১১

গ্রামীণ ব্যাংক থেকে যে বিবৃতি দেয়া হয়েছিল সেটা অসার ও ভিত্তিহীন বলেছেন অর্থমন্ত্রী৷ তিনি বলছেন পত্রিকায় তাঁকে উদ্দেশ্য করে লেখা ইউনূসের যে চিঠিটি প্রকাশিত হয়েছে সেটা সম্পূর্ণ নয়৷

https://p.dw.com/p/10U6n
বাংলাদেশের অর্থমন্ত্রীছবি: DW/Kumar Dey

এছাড়া প্রথম আলো, সমকাল বলছে ড. ইউনূসের সমর্থনে দেশের কয়েকটি জায়গায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে৷ কিন্তু কালের কন্ঠ বলছে রংপুরে এমনই একটি মানববন্ধন শেষে অংশগ্রহণকারী মহিলাদের প্রত্যেকে ১০০ টাকা দেয়া হয়েছে৷ অর্থাৎ টাকার বিনিময়ে ঐসব মহিলা মানববন্ধনে অংশ নিয়েছিল সেটাই বলতে চেয়েছে কালের কন্ঠ৷ প্রমাণ হিসেবে পত্রিকাটি টাকা দেয়ার বিষয়টির একটা ছবিও ছেপেছে৷

এছাড়া কালের কন্ঠ তাদের আরেকটি প্রতিবেদনে বলেছে যে, গ্রামীণ ব্যাংক গরিব মানুষকে ঋণ দেওয়ার কথা বলে কম সুদে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সহ দাতা সংস্থার কাছ থেকে ঋণ নিয়ে সেই টাকা বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে চড়া সুদে এফডিআর হিসেবে বিনিয়োগ করেছে৷ আর গ্রামীণ ব্যাংক পরিস্থিতি নিয়ে ব্র্যাকের উদ্বেগের খবরটি সব পত্রিকায় আছে৷

বিশ্বকাপ

যুগান্তরের আজকের প্রধান প্রতিবেদন বিশ্বকাপ নিয়ে৷ তবে সেটি খেলার খবর নয়৷ বিষয়টা হচ্ছে, আইসিসি'র চাহিদার কারণে বিশ্বকাপ চলার সময় ক্রিকেট সংশ্লিষ্ট পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক মওকুফের ঘোষণা দিয়েছিল সরকার৷ কিন্তু এই সিদ্ধান্তের সুযোগ নিয়ে অনেক ব্যবসায়ী শুল্ক ছাড়াই অনেক জিনিস নিয়ে আসছে বলে পত্রিকাটি বলছে৷ ফলে সরকার শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে৷ যুগান্তর বলছে এসব ব্যবসায়ী টাকার বিনিময়ে ক্রিকেট বোর্ডের প্যাডে শুল্ক মওকুফের আবেদন লিখে নিচ্ছে৷ আর রাজস্ব বোর্ড সেটা দেখে শুল্ক মওকুফ করে দিচ্ছে৷ এছাড়া ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশি কয়েক ভক্তের ক্ষমা চাওয়ার খবরটিও এসেছে অনেক পত্রিকায়৷ এদিকে প্রথম আলোতে লেখা এক কলামে সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে বাংলাদেশের সাবেক কয়েকজন ক্রিকেটারের করা মন্তব্যের বেশ সমালোচনা করেছেন৷

নৌপরিবহনমন্ত্রীর আনন্দভ্রমণ

নৌপরিবহনমন্ত্রী চট্টগ্রাম বন্দরের টাকায় আবার বিদেশে আনন্দভ্রমণে যাচ্ছেন৷ প্রথম আলো তেমনটাই বলছে৷ গতবার তিনি গিয়েছিলেন ছ'টি দেশে৷ দলবল নিয়ে৷ আর এবার যাচ্ছেন চারটিতে৷ বন্দর উন্নয়নের জন্য ধারণা পেতে এসব সফর হলেও গতবার ঘুরে এসে বন্দর উন্নয়নে কী কী করা যেতে পারে সে ব্যাপারে কোনো প্রস্তাবনা দেয়া হয় নি বলে জানাচ্ছে প্রথম আলো৷ তাই বিশেষজ্ঞরা একে আনন্দভ্রমণ বলছেন বলে জানিয়েছে পত্রিকাটি৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়