1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্যাতন থামেনি গুয়ান্তানামোয়

১৯ ডিসেম্বর ২০১৭

কিউবার বিতর্কিত গুয়ান্তানামো বন্দি শিবিরে আজও নির্যাতন চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র – এমন তথ্য জানিয়ে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, নির্যাতন নিয়ে নীতিমালা প্রণয়ন অন্যতম ভয়াবহ আন্তর্জাতিক অপরাধ৷

https://p.dw.com/p/2pYy8
ছবি: picture-alliance/AP Photo/B. Linsley

জাতিসংঘের বিশেষ দূত নিলস মেলজার গুয়ান্তানামো শিবিরে নির্যাতন বন্ধের আহ্বান জানিয়ে আমর আল-বালুচির বিষয়টির দিকে আবারো মনোযোগ আকর্ষণ করেন৷ ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের সিনেটে সিআইএ-র রিপোর্ট নিয়ে আলোচনায় মোট ১৫৩ বার আমর আল-বালুচির প্রসঙ্গ আসে৷ নাইন-ইলেভেন হামলার অন্যতম ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত আমর আল-বালুচি ১৫ বছরেরও বেশি সময় ধরেগুয়ান্তানামো বন্দি শিবিরে আটক আছে৷ ‘‘অভিযোগ, তার উপর ঘটা অত্যাচার, শব্দ ও ভাইব্রেশন দিয়ে নির্যাতনের দীর্ঘ স্থায়ী প্রতিক্রিয়ায় ঘুম না হওয়া ও শারীরিক ও মানসিক ভারসাম্যহীনতা জন্য তিনি পর্যাপ্ত চিকিৎসাসেবা তো পাচ্ছেনই না, এখনো এ সব অত্যাচার চলছে তার উপর৷''

Kuba US-Gefangenlager Guantanamo Bay
গুয়ান্তানামো বন্দিশিবিরছবি: picture-alliance/dpa/US Navy/Shane T. McCoy

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর সন্দেহভাজন বিদেশিদের জন্য প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ এই শিবির চালু করেছিলেন৷ অভিযোগ-পত্র ছাড়া বন্দিদের বছরের পর বছর আটকে রাখা ও জিজ্ঞাসাবাদের সময় বিভিন্ন পাশবিক নির্যাতনের ঘটনার কারণে কুখ্যাত এই বন্দি শিবিরটি৷ সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে এটি বন্ধ করার চেষ্টা হলেও তা সফল হয়নি৷ বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাগ্রহণের একদিন আগে বলেছিলেন, ‘‘আমি মনে করি এটা এখনও কাজে আসছে৷'' ২০১৪ সালে গুয়ান্তানামো বন্দি শিবির নিয়ে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করে ট্রাম্প একটি টুইট বার্তায় লিখেছিলেন, ‘‘অ্যামেরিকার উপর যদি আক্রমণের আশু সম্ভাবনা তৈরি হয়, তাহলে বারাক ওবামা কি তাদের নির্যাতন করবেন নাকি চুমু খাবেন?''

নিলস মেলজার বলেন, ‘‘সিআইএ-র হেফাজতে বন্দিদের উপর নির্যাতনের বিচার না করে যুক্তরাষ্ট্র নির্যাতনবিরোধী অবস্থানের সরাসরি লঙ্ঘন ঘটাচ্ছে এবং নিজ দেশের কর্মকর্তাসহ সারা বিশ্বের প্রতি এ কাজ করেও শাস্তি থেকে রেহাই পাবার ভয়াবহ এক বার্তা দিচ্ছে৷ আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে এটি অন্যতম মৌলিক বিষয় এবং এর ব্যত্যয় অন্যতম গুরুতর আন্তর্জাতিক অপরাধ৷ এককথায় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের সমতু্ল্য৷''

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে অবশ্য  গুয়ান্তানামো বন্দি শিবিরে এখনও নির্যাতন চালিয়ে যাওয়ার এ অভিযোগ অস্বীকার করা হয়েছে৷ পেন্টাগনের মুখপাত্র মেজর বেন সাক্রিসন বলেছেন, ‘‘এর আগেও এ ধরনের অভিযোগের পর তদন্ত চালানো হয়েছে এবং এ সব দাবির পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি৷''  

লিউ স্যান্ডার্স চতুর্থ/আরএন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান