1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুপ্তচরবৃত্তির দায়ে ভারতীয় কূটনীতিক আটক

২৮ এপ্রিল ২০১০

পাকিস্তানের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে গ্রেপ্তার হলেন এক ভারতীয় কূটনীতিবিদ৷ ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে কর্মরত উর্দু ভাষায় বিশেষ পারদর্শিনী ঐ কূটনীতিবিদকে ভারতে ডেকে এনে আটক করা হয়েছে৷

https://p.dw.com/p/N8GM
ফাইল ফটোছবি: AP Graphics/DW

মাধুরি গুপ্তার বয়স ৫৩ বছর৷ ২০০৭ সালের সেপ্টেম্বর থেকে পাকিস্তানের ভারতীয় দূতাবাসে সেকেন্ড সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন তিনি৷ হঠাৎই গত সপ্তাহে সার্ক সম্মেলন সংক্রান্ত আলোচনার জন্য ভারত সরকার নতুন দিল্লীতে ডেকে পাঠান তাঁকে৷ এরপর নিজের বাড়ি থেকেই গ্রেপ্তার হন গুপ্তা৷

তাঁর বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর পক্ষে গুপ্তচরবৃত্তির, ভারতের কৌশলগত তথ্য পাচারের৷ ইতিমধ্যে নাকি গুপ্তা তাঁর বিরুদ্ধে আনা এই অভিযোগ স্বীকারও করে নিয়েছেন৷ ভারতের স্বরাষ্ট্রসচিব জি কে পিল্লাই মাধুরি গুপ্তাকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন৷ তিনি বলেন, ওই মহিলা দূতাবাসের তথ্য এবং জনসংযোগ বিভাগের সেকেন্ড সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন৷ এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাছে তথ্য পাচার করছিলেন৷

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বিভিন্ন সুত্র উল্লেখ করে জানাচ্ছে, গুপ্তার সঙ্গে এক আইএসআই কর্তার সম্পর্ক ছিল৷ শুধু তাই নয়, বেশ কিছুদিন ধরে তিনি তাঁর আনুষ্ঠানিক কর্মকান্ড মানে পাকিস্তানের সংবাদপত্রের ভাষান্তর ছাড়াও অন্যান্য দিকে নাক গলাচ্ছিলেন৷ ফলে তাঁর কাজকর্মে সন্দেহের ছোঁয়া লাগে৷ গত ছয়মাস ধরে গুপ্তার উপর কড়া নজরও রাখছিল ভারতের গোয়েন্দা বিভাগ৷ বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষ্ণু প্রকাশ বলেন, ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসের এক উচ্চপদস্থ কর্মী যে আইএসআই-র কাছে তথ্য পাচার করছিলেন, তা বিশ্বাস করার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ আমাদের কাছে রয়েছে৷ বিষয়টি এখন তদন্তাধীন বলেও জানিয়েছেন বিষ্ণু প্রকাশ৷

এদিকে, সার্ক শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে বর্তমানে ভুটানের থিম্পুতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানী৷ এই দুই নেতার মধ্যে বুধবার কিংবা বৃহস্পতিবার অনানুষ্ঠানিক আলোচনার কথাও রয়েছে৷ তবে, সেই আলোচনায় কূটনীতিক গ্রেপ্তারের বিষয়টি কোন ছায়া ফেলবে না বলে আশা করছে পাকিস্তান৷ পাকিস্তানের পররাষ্ট্রসচিব সালমান বাশির থিম্পুতে এই প্রসঙ্গে বলেন, দুই নেতার বৈঠকের কোন নির্দিষ্ট সময়সীমা নেই৷ তবে যদি কোন বৈঠক হয়, সেখানে অন্য কোন ঘটনা ছায়া ফেলবে না৷

প্রসঙ্গত, স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম কোন মহিলা কূটনীতিককে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করা হলো৷ তবে তথ্য পাচারের এই ঘটনায় গুপ্তার সঙ্গে আরো অনেকে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র'৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়