1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খেলোয়াড় বাছাই নিয়ে ক্ষুব্ধ পাকিস্তানের প্রধান নির্বাচক মহসিন খান

৪ মে ২০১১

টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিছু খেলোয়াড় নির্বাচন নিয়ে নির্বাচক কমিটির অন্যান্য সদস্যের সঙ্গে মতবিরোধ দেখা দিয়েছে পাকিস্তানের প্রধান নির্বাচক মহসিন খানের৷

https://p.dw.com/p/118dZ
শোয়েব আক্তার এবং শোয়েব মালিকের সাথে মহসিন খানছবি: AP

তিনি বলেছেন, বুধবারের মধ্যে ঐসব খেলোয়াড়দের যদি স্থলাভিষিক্ত করা না হয় তাহলে তিনি পদত্যাগ করবেন৷ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলাটি অনুষ্ঠিত হবে মে মাসের ১২ তারিখে৷

বার্তা সংস্থা এপি কে পাকিস্তানের সাবেক ওপেনিং ব্যাটসম্যান বলেছেন, ‘‘আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বলেছি, তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার জন্য যে খেলোয়াড়দের নির্বাচন করেছেন তার পরিবর্তন করবেন কিনা! বুধবারের মধ্যে যদি পরিবর্তন না করেন তাহলে আমি পদত্যাগ করবো৷''

খান বলেছেন, দুই টেস্টএর সিরিজে খেলার জন্য ১৫ সদস্যের দলে তিনি যাদেরকে নির্বাচন করেছিলেন সেই নির্বাচনকে অগ্রাহ্য করা হয়েছে৷ তিনি বলেছেন, বুধবার সন্ধায় এই বিষয়টি নিয়ে তিনি একটি সংবাদ সম্মেলন করবেন৷ তবে দলে কোন কোন খেলোয়াড়দের তিনি রাখতে চান সে বিষয়ে অবশ্য খান কিছু বলেননি৷ তিনি বলেছেন,‘‘ বিষয়টি নিয়ে আমি আর বেশি কিছু বলতে পারবোনা৷''

এবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মহসিন খানকে প্রধান নির্বাচক করা হয়েছিলো। ২০০৮ সালে ইজাজ ভাট পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি'র চেয়ারম্যান হওয়ার পর থেকে এ পর্যন্ত চারজন প্রধান নির্বাচক পদত্যাগ করেছেন৷ দল গঠনে ইজাজ ভাটের সঙ্গে মতের অমিল এবং দলের দুর্বল পারফর্মেন্সের কারণে তাঁরা সবাই পদত্যাগ করেছেন৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক