1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খালেদার ভারত সফর

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২ নভেম্বর ২০১২

এক সপ্তাহের ভারত সফর শেষে শনিবার ঢাকায় ফিরছেন বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া৷ তাই এরই মধ্যে বাংলাদেশে তাঁর ভারত সফর নিয়ে বিশ্লেষণ শুরু হয়ে গেছে৷

https://p.dw.com/p/16bqc
ছবি: DW

বিএনপি দলনেত্রী খালেদা জিয়া রাষ্ট্রীয় সফরে ভারতে যান গত ২৮শে অক্টোবর৷ তিনি সেখানে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, বিরোধী দলীয় নেত্রী সুষমা স্বরাজ, পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ, পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই, জাতীয় নিরপত্তা বিষয়ক উপদেষ্টা শিবশংকর মেননের সঙ্গে বৈঠক করেন৷ শনিবার, অর্থাৎ আগামীকাল তিনি ঢাকায় ফিরছেন৷

বৈঠকে বাংলাদেশের মাটিকে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করতে না দেয়ার কথা বলে খালেদা জিয়া এখন দেশে-বিদেশে তুমুল আলোচিত৷ আর বিএনপি'র চেয়ারপার্সনের নতুন এই অবস্থান নিয়ে কথা বলেছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ৷ তিনি বলেন, ‘‘ভারত এগিয়ে এসেছে বলে বিএনপিও এগিয়ে গেছে৷ আর এর মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি সুসম্পর্ক রচিত হলো৷ এরপর সমতার ভিত্তিতে সব দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করা হবে৷ এই যুগে যুদ্ধ করে কিছু হয় না৷''

তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম খালেদা জিয়ার ভারত সফরকে কোনো গুরুত্বই দিতে চান না৷ তিনি বলেন, বিএনপি অতীতে বার বার ভারতের নিরাপত্তা বিঘ্নিত করেছে৷ তাই ভারতের জনগণ তা কখনোই ভুলবে না৷

আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কখনো কখনো গতিহীন হয়ে পড়ে৷ আসলে সম্পর্ক সব সময় গতিশীল থাকা উচিত৷ তাই খালেদা জিয়ার সফরের মধ্য দিয়ে এই সম্পর্কে একটি ধারাবাহিক গতিশীলতা সৃষ্টি হবে বলে মনে করেন অধ্যাপক আহমেদ৷

এদিকে, বিএনপি সূত্রে জানা গেছে চীন ও ভারত সফরের পর আগামী ২/৩ মাসের মধ্যেই খালেদা জিয়া যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফরে যাবেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য