1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্ষমতা ভাগাভাগির মীমাংসা চান মুগাবে

রিয়াজুল ইসলাম১৮ জানুয়ারি ২০০৯

জিম্বাবোয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ক্ষমতা ভাগাভাগিতে রাজী হতে বিরোধী দলকে আহবান জানিয়েছেন৷ অপরদিকে জিম্বাবোয়েতে ফিরে বিরোধী নেতা মর্গান চাঙ্গিরাই বলেছেন জোর করে কোন কিছু তাদের ওপর চাপিয়ে দেয়া যাবে না৷

https://p.dw.com/p/GawT
ক্ষমতার ভাগাভাগি চাইলেও প্রেসিডেন্ট পদ ছাড়তে রাজি নন মুগাবেছবি: AP

জিম্বাবোয়ের ক্ষমতা ভাগাভাগির প্রশ্নে প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ও বিরোধী নেতা মর্গান চাঙ্গিরাইয়ের মধ্যে এখনও কোন সমঝোতা হয়নি৷ গত সেপ্টেম্বরে উভয় পক্ষই রাজী হয়েছিলেন ক্ষমতা ভাগাভাগি করতে৷ কিন্তু এ ভাগাভাগিতে কে কতটুকু পাবেন সেটা নিয়েই এখন পর্যন্ত বিরোধ চলে আসছে৷ এ বিরোধ নিরসনে মধ্যস্থতার ভূমিকা পালন করছে দক্ষিণ আফ্রিকান উন্নয়ন সংস্থা বা এসএডিসি৷ সোমবার এসএডিসির নেতৃবৃন্দ এবং মোজাম্বিকের সঙ্গে এক আলোচনায় বসবে রবার্ট মুগাবের দল জানুপিএফ এবং মর্গান চাঙ্গিরাইয়ের দল এমডিসি৷ এতে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট থাবো এমবেকিও উপস্থিত থাকার কথা রয়েছে৷ জিম্বাবোয়েতে কিভাবে একটি ঐকমত্যের সরকার গঠন করা যায় তা হবে এ আলোচনার মূল বিষয়৷

Simbabwe Morgan Tsvangirai Pressekonferenz in Harare
জিম্বাবোয়ের বিরোধী নেতা মর্গান চাঙ্গিরাইছবি: AP

তবে এ আলোচনা শুরুর আগেই প্রেসিডেন্ট রবার্ট মুগাবের পক্ষ থেকে বিরোধী দলকে আহবান জানানো হয়েছে ক্ষমতা ভাগাভাগির ব্যাপারে একটি সিদ্ধান্তে আসার৷ দেশটির সরকারী সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি বলেছেন, গত সেপ্টেম্বরে যে চুক্তি স্বাক্ষর করা হয়েছিলো সে চুক্তির সকল শর্ত এবং প্রতিশ্রুতি ইতিমধ্যে আমরা পুরণ করেছি৷ এখন শুধু একটি ঐকমত্যের সরকার গঠনের বিষয়টিই বাকি রয়ে গেছে৷ ক্ষমতা ভাগাভাগিতে রাজি না হলে বিরোধী দলকে চুক্তি নিয়ে আলাপ আলোচনার সমাপ্তি টানার জন্য বলেছেন প্রেসিডেন্ট মুগাবে৷

এদিকে বিরোধী নেতা মর্গান চাঙ্গিরাই বলেছেন, জোর করে তাদের ওপর কোন সিদ্ধান্ত চাপিয়ে দেয়া যাবে না৷ এর আগে দুই মাসেরও বেশী সময় ধরে বাইরে থাকার পর শনিবার দেশে ফেরেন মর্গান চাঙ্গিরাই৷ এসময় তিনি সাংবাদিকদের বলেন, ক্ষমতা ভাগাভাগি নিয়ে গত সেপ্টেম্বরে যে চুক্তি হয়েছে তার প্রতি তিনি এখনও প্রতিশ্রুতি বদ্ধ৷ কিন্তু তার আগে এমডিসির আটক নেতা কর্মীদের মুক্তি দিতে হবে৷ সোমবারের আলোচনা শুরুর আগে রবিবার তার নিজ দলের নেতৃবৃন্দের সঙ্গে চাঙ্গিরাই এর বৈঠক করার কথা রয়েছে৷ উল্লেখ্য, রাজনৈতিক অস্থিরতার কারণে জিম্বাবোয়ের অর্থনীতিতে ধস নেমেছে৷ এছাড়া গত কয়েকমাসে সেদেশে কলেরা মহামারী আকারে ছড়িয়ে পড়লেও পরিস্থিতি সামলাতে পারছে না মুগাবে সরকার৷