ক্লিনটন, ওবামা - দুই অন্তরঙ্গ বন্ধু | পাঠক ভাবনা | DW | 07.09.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ক্লিনটন, ওবামা - দুই অন্তরঙ্গ বন্ধু

ডয়চে ভেলের অনুষ্ঠানে বারাক ওবামার পক্ষে বিল ক্লিনটনের সমর্থন এবং তাঁর কথা ভালো লেগেছে লিখেছেন ই-মেলে পুরান তাহিরপুর, রাজশাহী থেকে শ্রোতাবন্ধু সাইফুল ইসলাম থান্দার৷

এ সম্পর্কে ফেসবুকের পাতায় সিদ্ধার্থ সরকারের মন্তব্য অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু৷

ফেসবুকে জাকির আহমেদের মন্তব্য, এটাই তো সত্যিকারের বন্ধুর পরিচয়৷

প্রতিবেদনটি ফেসবুকে পছন্দ করার কথা জানিয়েছেন অর্থাৎ যারা শুধু লাইক-এ ক্লিক করেছেন তাঁরা হলেন, সিদ্ধার্থ ভট্টাচার্য, রশীদ, ইব্রাহীম, সেতু, শফিক, বকুল দিপেন্দু, রমেশ৷

জৌগ্রাম, বর্ধমান থেকে সুহৃত বন্দ্যোপাধ্যায় লিখেছেন ওয়েবসাইটে ‘সহানুভূতি নয়, ঘৃণাই পাচ্ছে রোহিঙ্গারা' প্রতিবেদনটি পড়ে একটাই প্রশ্ন মনে এলো৷ পৃথিবীতে সংখ্যাগুরু ও সংখ্যালঘু চিরকালই অবস্থান করবে৷ সংখ্যাগুরুরা যদি সহানুভূতির সঙ্গে সংখ্যালঘুদের সুবিধা-অসুবিধার ব্যাপারে নজর দেন তবে পৃথিবীতে মোটেই শরণার্থী সমস্যা হতে পারে না৷ আমার বক্তব্য হলো, সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের দোষ-ত্রুটি উপেক্ষা করে তাদের জীবনধারণের জন্য শেষ সম্বলটুকু রুজি-রোজকারের উপর হস্তক্ষেপ না করা৷ নচেৎ অদূর ভবিষ্যতে সংখ্যালঘুরা আরো নির্যাতন ভোগ করবে৷ এই অসাধারণ প্রতিবেদনটির জন্য ডয়চে ভেলেকে অনেক ধন্যবাদ দিয়েছেন বন্ধু সুহৃত৷

আজকের সকালের অনুষ্ঠানে বলা হলো বুন্দেসলিগার খবর বলা হবে কিন্তু পরে বলা হলো না কেন? জানতে চেয়েছেন ফারাজীপাড়া লেইন, খুলনা থেকে শ্রোতাবন্ধু সিদ্দিকুর রহমান৷

ডয়চে ভেলে বাংলা'র অনুষ্ঠান শুনছি নিয়মিত৷ আমার মনে হয় এই অনুষ্ঠান শুধু কোনো একটি দেশের বাংলাভাষীর জন্য নয়৷ অথচ আমি ভারতের বাংলাভাষী হিসেবে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কোনো ঘটনাই থাকছে না৷ কলকাতায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বাড়ছে৷ মহামারি আকার নেয়ার আশঙ্কা কলকাতা এবং সল্টলেকে ডেঙ্গু জ্বরের পরিস্থিতি এবং প্রতি মুহূর্তে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে৷ শুধুমাত্র কলকাতা পৌরসভা এলাকাতেই আক্রান্ত হয়েছেন প্রচুর মানুষ অথচ ডয়চে ভেলের বাংলা বিভাগ কিন্তু এ ব্যাপারে একদমই নিশ্চুপ হয়ে আছে৷ স্বপন চন্দ্র, কলকাতা৷

দক্ষিণ দিনাজপুর থেকে শ্রোতাবন্ধু রতন কুমার পাল লিখেছেন কলকাতায় এই মুহূর্তে ডেঙ্গুজ্বরে মৃতের সংখ্যা বাড়ছে৷

‘ভারত ও বাংলাদেশে শিক্ষা প্রকল্প শুরু করতে চায় জিআইজেড' শীর্ষক প্রতিবেদন ও জিআইজেড'এর সদর দপ্তরে উপদেষ্টা হিসেবে সক্রিয় দেবশ্রী রায়ের সঙ্গে সাক্ষাৎকারটি অত্যন্ত ভাল লাগল৷ ভারত ও বাংলাদেশের মত অনুন্নত দেশে জিআইজেড'এর আওতায় একেবারে প্রাথমিক স্কুল পর্যায়ে ভূমিকম্প বা সুনামির সময় নিজেদের জীবন বাঁচানো বা সঠিক প্রতিক্রিয়া সহ প্রাথমিক শিক্ষাদানের স্কিম হাতে নিলে, এমনকি প্রয়োজনে সেচ্ছাসেবী সংস্থাগুলোর সঙ্গে মিলে প্রস্তাবিত স্কিম বাস্তবায়ন করলে শিক্ষার ক্ষেত্রে ঐ দুটি দেশে বিপ্লব আসবে বলে আমি মনে করি৷ উল্লেখ্য, ভারতীয় অঙ্গরাজ্যগুলোর শিক্ষা মন্ত্রীদের বদান্যতার দরুণ ঐ বিভাগের কিছু আমলারা শিক্ষা খাতে বরাদ্দ টাকা কেবল লুটেপুটে খাচ্ছে৷ কাজের কাজ কিছুই হবার নয়৷ এমবি ফয়েজউদ্দিন, হাইলাকান্দি, আসাম৷

ডয়েচে ভেলে শ্রোতা সংঘ, কচুয়া, বাগেরহাট থেকে শ্রোতাবন্ধু তুষার রায় রনি লিখেছেন আমরা নিয়মিত মাসিক আলোচনা সভার আয়োজন করেছিলাম৷ ধন্যবাদ জানাই আপনাদের আকর্ষণীয় ব্যতিক্রমধর্মী পরিবেশনার জন্য৷ আমরা আপনাদের অনুষ্ঠান শুনে যেমন মুগ্ধ হচ্ছি তেমনি ওয়েবসাইটে বিষয় ভিত্তিক ছবি দেখে অত্যধিক মুগ্ধ হচ্ছি৷ ওয়েবসাইটে অনেক তথ্য সম্বলিত ছবি আমাদের আশা আকাঙ্খাকে পূরণ করে দিচ্ছে৷ জার্মানির সব ধরনের ছবি প্রাধান্য পাচ্ছে৷ আরো লিখেছেন, আগামী ৯ নভেম্বর আপনারা ক্লাবের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে যাচ্ছেন৷

সূচনা সমাজ কল্যাণ সংঘ, মশীপুর, শাহজাদপুর, সিরাজগঞ্জ থেকে শ্রোতাবন্ধু মো. মিজানুর রহমান লিখেছেন, তসলিমা-সুনীল ইস্যু নিয়ে ফিচারটি একদিকে ভাল লাগলেও অন্যদিকে খারাপ লাগছে যে তসলিমা যেখানেই যায় সেখানেই একটা না একটা ঝামেলা পাকায়৷ কে ভাল, আর কে মন্দ, তা বোঝার উপায় নেই৷

-অনুষ্ঠান এবং ওয়েবসাইট সম্পর্কে মতামত জানিয়ে আমাদের সহযোগিতা করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক