1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দায়মুক্তিকে চ্যালেঞ্জ

৩০ জুলাই ২০১২

বিগত জোট সরকারের আমলে সন্ত্রাস বিরোধী অভিযান ‘অপারেশন ক্লিন হার্ট’ কে দায়মুক্তি দিয়ে পাশ করা আইন হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে৷ এর পরিপ্রেক্ষিতে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট৷

https://p.dw.com/p/15gGp
ছবি: AP

বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০২ সালের ১৬ই অক্টোবর থেকে ২০০৩ সালের ৯ই জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে যৌথবাহিনী ‘অপরেশন ক্লিন হার্ট' নামে সন্ত্রাস বিরোধী অভিযান চালায় ৷ এই অভিযানে হতাহতের ঘটনাও ঘটে৷ অভিযানে ক্ষতিগ্রস্তরা যাতে আইনের আশ্রয় নিতে না পারে এজন্য তখন ‘যৌথ অভিযান দায়মুক্তি আইন ২০০৩' পাশ হয়৷ আর ৯ বছর পর সেই আইন আদালতে চ্যালেঞ্জ করা হল৷ রোববার বিকেলে হাইকোর্টের বিচারপতি মির্জা হোসাইন হায়দার এবং বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চে করা রিটে অপারেশন ক্লিনহার্টে অংশ নেয়া সামরিক এবং অন্যান্য বাহিনীর সদস্যদের দায়মুক্তি বাতিল এবং ক্ষতিগ্রস্তদের জন্য ১০০ কোটি টাকার তহবিল গঠনের আবেদন জানান হয়৷ আদালত আবেদেনে সাড়া দিয়ে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রতিরক্ষা সচিব এবং কমান্ডার ইন চিফ অব আর্মস ফোর্সেসসহ ৫ জনকে ৬ সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে বলেছেন, যা সাংবাদিকদের জানান আইনজীবী ড. শাহদীন মালিক৷

রিট আবেদনকারীর আইনজীবী এ্যাডভোকেট জেড আই খান পান্না জানান, দায়মুক্তির এই আইন একটি কালা কানুন৷ এই আইন কোনভাবেই থাকতে পরেনা৷ এই আইন থাকা মানে হল আইনের শাসনের প্রতি অবজ্ঞা৷

ড. শাহদীন মালিক জানান সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুয়ায়ী সামরিক বাহিনীর নেতৃত্বে অপরেশন ক্লিনহার্টে ৪৫ থেকে ৫০ জন নিহত হয়েছেন৷ আর হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুয়ায়ি কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন৷ সরকার অবশ্য তখন গ্রেফতারের পর ‘হার্ট এ্যাটাকে' ১২ জনের মৃত্যুর কথা স্বীকার করেছিল৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য