1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন রকিবুল হাসান

১১ মার্চ ২০১০

সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ ক্রিকেট দলের তরুণ ব্যাটসম্যান রকিবুল হাসান৷ বুধবার তিনি তাঁর পদত্যাগ পত্র জমা দেন৷ তাঁর বদলে টেস্ট দলে জায়গা পেয়েছেন জহিরুল ইসলাম৷

https://p.dw.com/p/MPIv
২০০৯ সালের ৬ জুন ইংল্যান্ডের নটিংহ্যামে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে রকিবুল হাসানের ব্যাটিং-এর দৃশ্যছবি: AP

রকিবুলের পদত্যাগ পত্র গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন বিসিবি মুখপাত্র জালাল ইউনুস৷ ২২ বছর বয়সি রকিবুল পদত্যাগ পত্র জমা দেন বিসিবি অপারেশন্স কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজের কাছে৷ এতে তিনি ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন৷ তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা জানান, ইংল্যান্ডের বিপক্ষে একদিনের দল থেকে বাদ দেওয়ায় রকিবুল অভিমান করে ক্রিকেট ছেড়ে দিয়েছেন৷

রকিবুল পদত্যাগ করায় হতবাক হয়ে পড়েছেন তাঁর সতীর্থরা৷ তাঁরাও তাঁকে বোঝানোর চেষ্টা করছেন৷ এমনকি কোচ জেমি সিডনসও তাঁকে এ ব্যাপারে বুঝিয়েছেন৷ কিন্তু রকিবুল তাঁর সিদ্ধান্তে অটল রয়েছেন, বলে খবর বার্তা সংস্থা এএফপি'র৷ জানা গেছে, দুপুরে রকিবুল তাঁর বড় ভাই শফিকুল হাসানকে ফোন করে ক্রিকেট খেলা থেকে সরে দাঁড়ানোর কথা জানান৷ তাঁর খেলা ছেড়ে দেওয়ার ব্যাপারে পারিবারিক কিংবা অন্য কোন সমস্যা নেই বলে দাবি করে শফিকুল বলেন, ‘‘ব্যক্তিগত রাগ বা অভিমানের কারণে সে ক্রিকেট ছেড়ে দিয়ে থাকতে পারে বলে আমরা ধারণা করছি৷''

ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে তাঁকে দলে রাখা না হলেও টেস্ট দলে জায়গা পেয়েছিলেন তিনি৷ টেস্ট দল ঘোষণার একদিন পরই তিনি পদত্যাগ পত্র জমা দেন৷ চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচে রকিবুল প্রথম ইনিংসে অপরাজিত ১০৭ রান করেছিলেন৷ দ্বিতীয় ইনিংসে করেন ৫১৷
রকিবুল টেস্ট এবং একদিনের ম্যাচে অভিষেক করেছিলেন ২০০৮ সালে৷ এপর্যন্ত তিনি ৭টি টেস্টে ২৬৮ রান করেছেন৷ গড় ১৯.১৪৷ এছাড়া ৪১ টি একদিনের ম্যাচে তাঁর গড় ২৯.৩৪৷ রান করেছেন ১০২৭৷

প্রতিবেদক : হোসাইন আব্দুল হাই

সম্পাদনা : জাহিদুল হক