1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী টেরেসা মে

১২ জুলাই ২০১৬

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ডেভিড ক্যামেরনের ‘বিদায়' সূচিত করেছিল ‘ব্রেক্সিট'৷ এবার নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে ব্রিটেন৷ বুধবার নতুন এবং দেশের ইতিহাসের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু করছেন টেরেসা মে৷

https://p.dw.com/p/1JNTY
টেরেসা মে
ছবি: Getty Images/C. Furlong

প্রথম কাজ, বাকিংহাম প্যালেসে গিয়ে রানিকে দায়িত্ব গ্রহণের কথা জানানো৷ বিদায়ী প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইতিমধ্যে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন থেরেসা মে'র নাম৷ আন্দ্রেয়া লিডসম তাঁর প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ায় ৫৯ বছর বয়সি টেরেসা মে'র প্রধানমন্ত্রী হওয়া নিশ্চিত হয়ে যায়৷ তারপর ক্যামেরনও জানিয়ে দেন, থেরেসা মে'র প্রতি কনজারভেটিভ পার্টির পূর্ণ সমর্থন রয়েছে৷ মঙ্গলবারই শেষবারের মতো মন্ত্রীপরিষদ বৈঠকে যোগ দিচ্ছেন ক্যামেরন৷ বুধবার প্রধানমন্ত্রী হিসেবে শেষবারের মতো সংসদেও যাবেন তিনি৷ তারপর বাকিংহাম প্যালেসে যাবেন রানির সঙ্গে দেখা করে ভবিষ্যত প্রধানমন্ত্রী হিসেবে টেরেসা মে'র ওপর সম্পূর্ণ আস্থা রাখার কথা জানাতে৷ এরপরই হবে ব্রিটেনের ইতিহাসে আরেকটি নতুন অধ্যায়ের সূচনা৷ রানির সঙ্গে দেখা করেই ব্রিটেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু করবেন টেরেসা মে৷

ব্রিটেনের প্রথম নারী প্রেসিডেন্ট মার্গারেট থ্যাচার৷ ১৯৭৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন তিনি৷ ২০১৩ সালে ৮৮ বছর বয়সে থ্যাচারের পরলোক গমনের তিন বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে উঠে এলেন টেরেসা মে৷

এর আগে গণভোটের মাধ্যমে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবার সিদ্ধান্ত নেয়ায়, প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ডেভিড ক্যামেরন৷ ‘ব্রেক্সিট'-এর বিপক্ষে, অর্থাৎ ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে জোরালো অবস্থান ছিল তাঁর৷ তাই গত ২৩ শে জুনের গণভোটে ব্রিটেনের ৫১ দশমিক ৯৮ ভাগ মানুষ ‘ব্রেক্সিট'-এর পক্ষে রায় দেয়ায় পদত্যাগের সিদ্ধান্ত নেন ক্যামেরন৷ তারই ধারাবাহিকতায় ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন টেরেসা মে৷

এসিবি/ডিজি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য