1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যানাডায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য

২৩ মে ২০১১

কোনো খবরই সোমবার এককভাবে পত্রিকার পাতায় জায়গা দখল করে নিতে পারেনি৷ তাই পত্রিকাগুলোর প্রধান প্রতিবেদনের বিষয় ভিন্ন৷

https://p.dw.com/p/11LSc
Sheikh Hasina01.jpg DW Bengali service took interview about Sheikh Hasina. She is the head of Bangladesh Awami league. Declaration: Hiermit erkläre ich, Shaugat Ali Sagor, mich damit einverstanden, daß die Deutsche Welle mein eigenes, als Anhang verschicktes, Bild für ihre Websiten verwenden darf.
ছবি: DW

ডেইলি স্টারের বিষয় গাড়ির ওয়ার্কশপ নিয়ে৷ পত্রিকাটি বলছে, আবাসিক এলাকা, রাস্তা ও ফুটপাত দখল করে ওয়ার্কশপগুলো যেন বসতে না পারে সেজন্য নতুন যে আইন হয়েছে সেটা কার্যকর করার পরিকল্পনা করছে সরকার৷ যুগান্তরের প্রধান প্রতিবেদনে গৃহায়ন মন্ত্রণালয়ের গঠিত একটি তদন্ত কমিটির সুপারিশের বিষয় প্রাধান্য পেয়েছে৷ এতে ঝুঁকিপূর্ণ সব ভবন ভেঙে ফেলার নির্দেশের কথা বলা হয়েছে৷ সমকাল টি-আর, কাবিখার বরাদ্দ নিয়ে প্রতিবেদন ছেপেছে৷ মন্ত্রণালয়ের সিদ্ধান্তহীনতা, দুর্নীতি, অদক্ষতা ও উদাসীনতার কারণে বরাদ্দের সিংহভাগই ছাড় দেওয়া হচ্ছে না৷

মুহিতের এভারেস্ট জয়

প্রথম আলো দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মুহিতের এভারেস্ট জয়কে প্রধান প্রতিবেদন করেছে৷ এছাড়া সব পত্রিকার প্রথম পাতাতেই রয়েছে খবরটি৷ এদিকে আজই মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের এক বছর পূর্ণ হলো৷ সে উপলক্ষ্যে ডেইলি স্টারে একটি লেখা ছাপা হয়েছে৷ যার মূল বক্তব্য হচ্ছে, মুসার এভারেস্ট জয়ে আনন্দ করেছে পুরো দেশ৷ কিন্তু এই জয় আনতে গিয়ে মধ্যবিত্ত ঘরের ছেলে মুসাকে যত টাকা ধার করতে হয়েছে সেটা এখন নিজেকেই মেটাতে হচ্ছে৷ পত্রিকাটি বলছে, এভারেস্টে যেতে মোট ৪৬ লক্ষ টাকা খরচ হয়েছে৷ যার মধ্যে এখন পর্যন্ত সাড়ে ১১ লক্ষ টাকা ধার শোধ করতে পেরেছেন মুসা৷

প্রধানমন্ত্রীর সৌজন্যতা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখন ক্যানাডা সফরে৷ সেখানে তাঁর হোটেলের সামনে বিক্ষোভ করতে জড়ো হয়েছিল বিএনপি'র কিছু নেতাকর্মী৷ কিন্তু প্রধানমন্ত্রী নিজে তাদের সঙ্গে গিয়ে কথা বলেন ও তাদের প্রবাস জীবনের অভিজ্ঞতা জানতে চান৷ এই ঘটনায় বিক্ষোভকারীরা অভিভূত হয়ে পড়েন৷ বেশিরভাগ পত্রিকার প্রথম পাতাতে ছোট্ট এই খবরটি রয়েছে৷

গ্রন্থনা: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম