1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ এখনও শেষ হয়ে যায়নি বললেন সাকিব

৫ মার্চ ২০১১

ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশের এই হারের পর হতাশ দর্শকরা৷ তবে আগামী খেলাগুলোতে জিতে বাংলাদেশ প্রতিযোগিতায় ফিরে আসুক, এমন প্রত্যাশা এখন সবার৷

https://p.dw.com/p/10TqU
ছবি: picture-alliance/dpa

দর্শকদের প্রতিক্রিয়া

গতকালের খেলায় বাংলাদেশের একের পর এক উইকেট হারানো দেখে মাঠ ছাড়তে থাকেন অনেক দর্শক৷ খেলা শেষ হতে হতে অর্থাৎ ৫৮ রানে গুটিয়ে যাওয়ার আগেই খালি হয়ে যায় গ্যালারির অর্ধেকেরও বেশি জায়গা৷ ক্ষোভে দু:খে এক পর্যায়ে বাংলাদেশের বদলে প্রতিপক্ষকে সমর্থন দিতে থাকেন কেউ কেউ৷

খেলোয়াড়রা কী বলছেন

ওয়েস্ট ইন্ডিজ যেমন ভালো খেলেছে, বাংলাদেশ তার উল্টো খেলেছে৷ আর খারাপ ব্যাট করায় হার মানতে হয়েছে বাংলাদেশকে, স্বীকার করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান৷ খেলা শেষে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এর জন্য দর্শকদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি৷ তিনি বলেন, ‘‘ওদের আড়াইশ থেকে ২৬০ রানের লক্ষ্যে বেঁধে দেওয়ার পরিকল্পনা করেছিলাম৷ কিন্তু একমাত্র টস জেতা ছাড়া আমাদের আর কিছুই ভালো হয়নি৷''

দলের উপর প্রত্যাশার চাপ

সাকিব বলেছেন, গত এক বছর ধরে আমরা ভালো খেলছি৷ তাই প্রত্যাশার চাপ তো কিছুটা ছিল৷ তবে আমরা জানি চাপ কীভাবে সামাল দিতে হয়৷ আসলে দিনটা আমাদের ছিল না৷

কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা

সাকিব বলেছেন, বাংলাদেশের সুযোগ এখনও শেষ হয়ে যায়নি, যদিও কোয়ার্টার ফাইনালে ওঠা অনেক কঠিন হয়ে গেল৷ তবে তিনি আশা ছাড়ছেন না৷ বলেছেন, ‘‘পরের তিনটি খেলার মধ্যে দু'টিতে জিততে পারলে কোয়ার্টার ফাইনালে উঠতে পারবো৷'' সাকিব দাবি করেছেন, দলের ব্যাটিং দুর্বল নয়৷ পরের খেলাগুলোতে ভালো খেলার প্রতিশ্রুতি দেন তিনি৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী