1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোকোর বিরুদ্ধে আরেক মামলার বিচার কাজ শুরু

২৭ জুন ২০১১

অর্থ পাচার মামলার পর এবার খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলার বিচার কাজ শুরু হচ্ছে৷ আগামী ২৮শে জুলাই এই মামলার অভিযোগ গঠনের শুনানী হবে৷

https://p.dw.com/p/11juS
Title: Arafat Rahman Koko, son of former Prime Minister of Bangladesh Begum Khaleda Zia Caption: Arafat Rahman Koko, son of former Prime Minister of Bangladesh Begum Khaleda Zia Keywords: : Arafat, Rahman, Coco, Koko, son of former Prime Minister, Bangladesh, Begum, Khaleda, Zia, Politics, Politiker, Bangladesch, Dhaka,
আরাফাত রহমান কোকোছবি: DW

এদিকে, চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলার সম্পূরক চার্জশিটে চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং সাবেক শিল্পমন্ত্রী জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান নিজামীসহ অতিরিক্ত আরো ১১ জনকে আসামি করা হয়েছে৷

২০০৪ সালের এপ্রিলে চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলার সম্পূরক চার্জশিট দেয়া হয়েছে রোববার বিকেলে চট্টগ্রামের আদালতে৷ এতে আগের ৪৩ জন আসামির সঙ্গে আরো ১১জন আসামিকে অভিযুক্ত করা হয়েছে৷ তাতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিল্পমন্ত্রী জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, এনএসআই'র সাবেক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল(অব.) আব্দুর রহিম এবং ডিজিএফআই'র সাবেক প্রধান মেজর জেনারেল(অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরীকে আসামি করা হয়েছে৷ মামলার তদন্ত কর্মকর্তা এএসপি মুনীরুজ্জামান জানান, এই অস্ত্র উলফার কাছে হস্তান্তরের জন্য আনা হয়েছিল৷ আর অস্ত্রগুলো চীনের একটি কোম্পানির তৈরি৷

অন্যদিকে কোকোর বিরুদ্ধে ৫২ লাখ টাকা কর ফাঁকির মামলা সচল হয়েছে৷ ঢাকা মহানগর দায়রা জজ আদালত আগামী ২৮শে জুলাই এই মামলার অভিযোগ গঠন করবেন৷ জাতীয় রাজস্ব বোর্ডের এই মামলাকে ভিত্তিহীন বলেছেন কোকোর আইনজীবী মাসুদ আহমেদ খান৷

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু বলেন রাজস্ব বোর্ড তথ্য প্রমানের ভিত্তিতেই এই মামলা দায়ের করেছ৷

কোকোর বিরুদ্ধে মোট ৫টি মামলা দায়ের হয়৷ আরো ৩টি মামলা এখন তদন্ত পর্যায়ে রয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য