1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কে জিতবে কনফেডারেশন্স কাপ?

১৩ জুন ২০১৩

শেষ মুহূর্তে নিজেদের গুছিয়ে নিয়েছে ব্রাজিল৷ স্পেন হাজির বিশ্ব চ্যাম্পিয়নের গৌরব ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে৷ আছে বড় আসরে হিসেব উল্টে দেয়ায় সদা পারঙ্গম ইটালি৷ চমকে দেয়ার মতো দলও আছে৷ কে জিতবে কনফেডারেশনস কাপ?

https://p.dw.com/p/18oUl
ছবি: Reuters

সব আসরেই সাগতিক হওয়ার সুবিধা থাকে৷ সেদিক থেকে ফিফা ব়্যাংকিংয়ে ২২তম স্থানে নেমে গেলেও ব্রাজিলকে হিসেবে রাখতেই হবে৷ সর্বশেষ প্রস্তুতি ম্যাচে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা ফ্রান্সকে যেভাবে ৩-০ গোলে হারালো, তাতে গ্রুপ ‘এ’-র বাকি দলগুলোর কাছে বিপদসংকেত চলে যাওয়ার কথা৷ ১৫ জুন, শুক্রবার থেকে শুরু হতে যাওয়া কনফেডারেশনস কাপের এই গ্রুপটাকে বলা হচ্ছে ‘গ্রুপ অব ডেথ’৷ ব্রাজিলের প্রতিপক্ষ সেখানে ইটালি, মেক্সিকো আর জাপান৷ প্রথম দিন জাপানের বিপক্ষের ম্যাচ দিয়ে কনফেডারেশনস কাপ জয়ের মিশন শুরু করবে ব্রাজিল৷ এ ম্যাচ জিতলেও গ্রুপ পর্ব পেরোনো সহজ হবে না সর্বশেষ দু’আসর মিলিয়ে মোট চারবারের চ্যাম্পিয়নদের জন্য৷ ইটালি আর মেক্সিকো যে কত কঠিন প্রতিপক্ষ তা তাদের সাম্প্রতিক পারফম্যান্স এবং অতীত সাফল্য দেখলেই বোঝা যায়৷

স্পেন, উরুগুয়ে, নাইজেরিয়া আর তাহিতিকে নিয়ে গড়া গ্রুপ ‘বি’-সেই তুলনায় অনেক সহজ৷ উরুগুয়ে এখন আর তিন বছর আগে বিশ্বকাপে তৃতীয় হওয়া এবং ২০১১ সালের কোপা অ্যামেরিকা জেতা দলটি নেই৷ অবস্থা এতই খারাপ যে গত বছরের সেপ্টেম্বর থেকে বিশ্বকাপ বাছাইয়ে একটা ম্যাচও জিততে পারেনি তারা৷ নাইজেরিয়ার কাছ থেকে বড়জোর গ্রুপ রানার্সআপ হওয়া পর্যন্তই আশা করা যেতে পারে৷ বাকি দল তাহিতির জন্য এ আসরে প্রথমবারের মতো সুযোগ পাওয়াটাই বিশাল অর্জন৷ দলটি যে তিন ম্যাচে দু-একটা গোল পেলেও আনন্দে ভেসে যাবে, এ নিয়ে আপনি বাজি ধরতে পারেন!

সংশয় শুধু মাঠের বাইরের হিসেবটা মাঠে কে কতটা অনুবাদ করতে পারবে তা নিয়ে৷ এ সংশয়কে শক্ত ভিত্তি দিয়ে ছোট দলের হঠাৎ বড় আর বড় দলের সাধারণ হয়ে যাওয়ার নজির অনেক আছে কনফেডারেশনস কাপে৷ তাই গ্রুপ ‘এ’-র ব্রাজিল এবং ইতালি ফেবারিট আর গ্রুপ ‘বি’-র স্পেন টপ ফেবারিট – এইটুকু বলা নিরাপদ৷ তবে ৩০ জুনের ফাইনালের আগে ‘কে জিতবে’ – প্রশ্নের উত্তরে নিশ্চিতভাবে কিছু বলা সত্যিই ঝুঁকিপূর্ণ৷

এসিবি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য