1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘কিং খান’ এবার পশ্চিম বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর

১১ নভেম্বর ২০১১

বলিউডের জনপ্রিয় নায়ক শাহরুখ খান পশ্চিম বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে রাজি হয়েছেন৷ কলকাতায় একটি চলচ্চিত্র উৎসবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলিউড নায়কের কাছে এই প্রস্তাব রাখেন৷ রাজি হয়ে যান শাহরুখ খান৷

https://p.dw.com/p/138xs
বলিউডের জনপ্রিয় নায়ক শাহরুখ খানছবি: AP

সপ্তদশ কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ৷ সেখানেই পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে একান্তে কথা বলেন৷ বার্তা সংস্থা পিটিআইকে তিনি পরে জানান, ‘‘হ্যাঁ, পশ্চিম বঙ্গের ব্র্যান্ড অ্যামবাসাডর হতে শাহরুখ খান রাজি হয়েছেন৷''

কলকাতায় শাহরুখ বেশ জনপ্রিয়৷ এর একটা কারণ হল আইপিএলের ক্লাব কলকাতা নাইট রাইডার্সের তিনিই মালিক৷ ২০০৮ সালে কিনে নেন তিনি এই ক্লাব৷ তারপর থেকে কলকাতা নিয়ে আগ্রহ তাঁর আরো বেড়েছে৷ কলকাতায় আসার সুযোগ তিনি ছাড়েন না৷ ৪৬ বছর বয়স্ক শাহরুখ খান মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন, যখনই তাঁকে পশ্চিম বঙ্গে ডাকা হবে তিনি সঙ্গে সঙ্গে হাজির হবেন৷ এসব কথা বলতে গিয়ে তিনি ‘রাজু বান গ্যায়া জেন্টেলম্যান' ছবির কথা বলেন৷ ছবিটির শ্যুটিং হয়েছিল দার্জিলিং-এ৷ শাহরুখ খান জানান, কলকাতার স্মৃতি-মাখা দিনগুলো তাঁর সবসময়ই মনে পড়ে৷

Flash-Galerie 17. Kolkata Filmfestival
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কিং খান এবং শর্মিলা ঠাকুরছবি: DW

কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ খান জানান, ‘‘কলকাতার ছবি আমার সবসময়ই ভাল লাগে৷ কলকাতা থেকে বেশ কিছু সেরা ছবি আমরা উপহার পেয়েছি৷'' কলকাতা তাঁর কাছে গোটা দেশের সাহিত্য ও সংস্কৃতি জগতেরই প্রাণকেন্দ্র৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য