1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাশ্মীরের শান্তি প্যাকেজ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে মধ্যস্থতাকারীদের বৈঠক

২৫ অক্টোবর ২০১০

পাঁচ দফা শান্তি প্যাকেজ নিয়ে সোমবার তিন সদস্যের মধ্যস্থতাকারী দল আজ শ্রীনগরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে মত বিনিময় করেন৷ যদিও বিচ্ছিন্নতাবাদীরা তাঁদের বয়কট করেন৷

https://p.dw.com/p/Pnau
ভূ-স্বর্গ কাশ্মীরছবি: picture-alliance/ dpa

মধ্যস্থতাকারী দলের নেতৃত্বে রয়েছেন প্রবীণ সাংবাদিক দিলীপ পাডগাওকার৷ জম্মু-কাশ্মীরে কীভাবে শান্তি ফেরানো যায়,সেবিষয়ে রাজ্যের সর্বস্তরের মানুষের মত জানতে তিন সদস্যের মধ্যস্থতাকারী দল আজ কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে৷কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে যুক্ত করা দরকার বলে মধ্যস্থতাকারী দলের নেতা দিলীপ পাডগাওকার যে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে সহমত পোষণ করেন৷ বলেন সাবেক প্রধানমন্ত্রী বাজপেয়ী লাহোর সফরে কাশ্মীর প্রসঙ্গ তুলেছিলেন৷ শনিবার তাঁরা কথা বলেন প্রধান বিরোধী দল পিডিপির শীর্ষনেতা মজফফর হুসেন বেগের সঙ্গে তাঁর বাসভবনে৷ এর আগে মধ্যস্থতাকারী দল শান্তি প্রস্তাব সম্পর্কে স্থানীয় সাংবাদিক এবং জেলবন্দি জঙ্গিদের বক্তব্য শোনেন৷ জানা গেছে, জঙ্গি নেতারা সদিচ্ছার প্রমাণ হিসেবে সরকারকে প্রথমে কাশ্মীরে শান্তির অনুকূল বাতাবরণ সৃষ্টি করতে বলেন৷ ন্যায়বিচার ও অধিকার রক্ষার দাবিতে যে-সব যুবক আন্দোলন করছে,তাদের ধরপাকড় বন্ধ করার এবং কাশ্মীর বিবাদের সন্তোষজনক নিষ্পত্তির জন্য পাকিস্তানকে যুক্ত করার কথা বলেন আটক জঙ্গি নেতারা৷

মধ্যস্থতাকারী দল পাথর ছোঁড়া যুবকদের সঙ্গে কথা বলে জানতে পারেন যে, অতীতে সরকারের কোন আশ্বাস কার্যকর না হওয়ায় তাঁরা ক্ষুব্ধ৷ তাঁদের অভিযোগ, সরকার কাশ্মীরে গণতন্ত্রের কন্ঠরোধ করছে৷ উপত্যকায় শান্তি ফেরাতে কট্টরপন্থী হুরিয়াত নেতা সৈয়দ আলি শাহ গিলানির পাঁচ দফা দাবির ওপর জোর দেয় তাঁরা৷ মধ্যপন্থী হুরিয়াত নেতারা ইতিমধ্যে মধ্যস্থাতাকারীদের সঙ্গে মত বিনিময়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, এই ধরণের উদ্যোগ হবে নিষ্ফল৷ কাশ্মীর সমস্যার সমাধান করতে হলে চাই সর্বোচ্চ স্তরে সিরিয়াস ও অর্থপূর্ণ আলোচনা৷ হুরিয়াত নেতা মীরওয়াইজ ওমর ফারুক কাশ্মীরে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চেয়ে গণস্বাক্ষর সংগ্রহ করতে শুরু করেন৷

এই মিশন কাশ্মীরের সাফল্য সম্পর্কে আশাবাদি নন প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক অমূল্য গাঙ্গুলি৷ ডয়েচে ভেলেকে তিনি বলেন, এরা কেউ এবিষয়ে অভিজ্ঞ নন৷বিচ্ছিন্নতাবাদীরাও খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই৷ এদের জনসমর্থন নিয়ে যথেষ্ট সংশয় আছে৷ সরকারের উচিৎ ছিল আন্দোলনকারীদের আরো মানবিকভাবে মোকাবিলা করা৷ সেটা করলে পরিস্থিতির এতটা অবনতি হতোনা৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক