1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কারাবন্দিদের পোশাক কারখানা

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২৭ ডিসেম্বর ২০১৭

নারায়ণগঞ্জ কারাগারে একটি পূর্ণাঙ্গ পোশাক কারখানা গড়ে তোলা হয়েছে৷ চালু হয়েছে জামদানি শাড়ির কারখানা ‘রিজিলিয়েন্স'-ও৷ জেলা প্রশাসক জানান, ‘‘আমরা তাঁদের নতুন জীবন দিতে চাই, দিতে চাই স্বাভাবিক জীবন, তাই এই প্রচেষ্টা৷''

https://p.dw.com/p/2pzpd
ছবি: picture-alliance/dpa

বুধবার এই পোশাক কারখানা এবং জামদানি শাড়ির কারাখানা উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল৷ উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের জানান, ‘‘বন্দিদের উৎপাদিত পণ্যের প্রসারের জন্য এবার আর্ন্তজাতিক বাণিজ্য মেলায় একটি ‘প্যাভিলিয়ন' নেওয়া হয়েছে৷ এতে করে এ সব পণ্যের চাহিদা বাড়বে৷ এবং উৎপাদিত পণ্যে লাভের ৫০ শতাংশ তুলে দেয়া হবে বন্দিদের হাতেই৷

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমি জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে প্রতি মাসে একবার কারাগার পরিদর্শন করি৷ সেখান থেকেই কারাবান্দিদের জন্য স্থায়ী এবং টেকসই কিছু একটা করার চিন্তা মাথায় আসে৷ আর সেই চিন্তা থেকেই পোশাক কারখানা ও জামদানি উৎপাদন কেন্দ্র করার এই উদ্যোগ৷ এগুলো করতে আমরা ব্যবসায়ী এবং দানশীল মানুষদের সহায়তা পেয়েছি৷ সমাজসেবা অধিদপ্তরও সহায়তা করেছে৷ এছাড়া কিছু আর্থিক সহায়তা করেছে কারা অধিদপ্তর৷''

‘আমরা কারাবন্দিদের প্রশিক্ষণ দিয়েছি এখন পুরোদমে উৎপাদন শুরু হয়েছে’

তিনি বলেন, ‘‘আমরা কারাবন্দিদের প্রশিক্ষণ দিয়েছি৷ এখন পুরোদমে উৎপাদন শুরু হয়েছে৷ আমরা চাই এখান থেকে কারাবন্দিরা যখন ছাড়া পাবেন, তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন৷ আর তারা যখন কারাগারে থাকবেন, নিজেদের আয়ের একটা অংশ পরিবারের কাছে পাঠাতে পারবেন তারা৷''

জেল সুপার সুভাষ কুমার ঘোষ ডয়চে ভেলেকে জানান, ‘‘ নামের এই পোশাক কারাখানাটিতে ৫৪টি মেশিনে কাজ শুরু হয়েছে৷ তবে পর্যায়ক্রমে এখানে ৩০০টি মেশিন স্থাপন করা হবে৷ এই কারখানায় কাটিং, প্রিন্টিং ও আয়রনসহ সব সেকশনই রয়েছে৷ কারখানার প্রতিটি মেশিনে একজন দক্ষ কারিগর ও একজন হেল্পার হিসেবে কাজ করবে৷ এছাড়া কাটিং, প্রিন্টিং, আয়রন ও মালামাল উঠা-নামার জন্য লেবারও প্রয়োজন হবে৷ সে হিসেবে প্রতি শিফটে ১৫০ জন করে বন্দি কাজ করা সুযোগ পাবেন৷ এই মুহূর্তে দুই শিফটে ৩০০ জন বন্দি এখন কাজ করার সুযোগ পাচ্ছেন৷ এটা নিট গার্মেন্টস৷ প্রতিদিন ১৫ হাজার পিস পোশাক উৎপাদন হবে৷''

পোশাক কারাখানা ছাড়াও নারায়ণগঞ্জের কারাগারে ১০টি জামদানি তাঁত স্থাপন করা হয়েছে৷ প্রতিটি তাঁতে দু'জন করে ২০ জন এবং তাদের সহকারী আরও ২০ জন কাজের সুযোগ পাবেন৷ জামদানি কারখানায় দুই শিফটে মোট ৮০ জন বন্দি কাজ করতে পারবেন৷ এছাড়া জেলখানার ভেতরে বিছানার চাদর তৈরি, চুমকির কাজ, ব্লক, বাটিক, মোমবাতি বানানো, টিসু বক্স বানানো এবং অন্যান্য হ্যান্ডিক্রাফটের কাজ চলছে৷ এ সব মিলিয়ে নারায়ণগঞ্জ জেলা কারাগারে ৪৫০ জন বন্দির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে৷

‘প্রতি শিফটে ১৫০ জন করে বন্দি কাজ করা সুযোগ পাবেন, প্রতিদিন ১৫ হাজার পিস পোশাক উৎপাদন হবে'

এ সব পণ্য কারাগারের নিজস্ব শো রুম ছাড়াও আড়ং-এর মাধ্যমে বাজারজাত করা হবে৷ এর পাশাপাশি বিকেএমইএ-ও পোশাক বাজারজাতে সহায়তা করবে৷ বিকেএমইএ-র সভাপতি সেলিম ওসমান জানান, ‘‘কারা কর্তৃপক্ষ যদি আমাদের সহায়তা করে এবং প্রয়োজনীয় কাগজ-পত্র সংগ্রহ করে বায়ারদের ভেতরে প্রবেশের সুযোগ দেয়, তাহলে এখান থেকে তৈরি পোশাক বিদেশে রপ্তানি করে বছরে ১০ থেকে ১৫ লাখ ডলার আয় করা সম্ভব৷ বিকেএমইএ এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত৷''

আইজি (প্রিজন) বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন জানিয়েছেন, ‘‘দীর্ঘমেয়াদি বন্দিদের প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হবে৷ শুধু তাই নয়, স্বল্পমেয়াদি বন্দিদেরও প্রশিক্ষণ দিয়ে এই কাজে লাগানো হবে, যাতে তারা কারাগার থেকে বের হয়ে ঐ কাজ করে পরবর্তী জীবনটা ভালোভাবে কাটাতে পারে৷''

বাংলাদেশের বিাভিন্ন কারাগারে তৈরি পোশাকের কারখানা আছে৷ তবে পূর্ণাঙ্গ পোশাক কারখানা এটাই প্রথম৷ বাংলাদেশের সব  কারাগারেই এ ধরনের উদ্যোগনেয়া যেতে পারে৷ রাব্বী মিয়া বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণগঞ্জের এই প্রকল্প উদ্বোধন করে বলেছেন, এটা সফল হলে অন্যান্য কারাগারেও একইভাবে পোশাক কারখানা চালু হতে পারে৷''

প্রতিবেদনটা কেমন লাগলো লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য