1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কারচুপির আশংকায় সব কেন্দ্রে সেনা মোতায়েনের দাবি বিএনপি’র

১৬ জানুয়ারি ২০১১

বাকি পৌরসভাগুলোতে ভোট কারচুপির আশংকা করছে বিএনপি৷ এজন্য সবকেন্দ্রে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে তারা৷ বিএনপি নেতা নজরুল ইসলাম খান অভিযোগ করছেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম প্রশাসনকে প্রভাবিত করছেন৷

https://p.dw.com/p/zyLl
পৌরসভা নির্বাচনে সেনা মোতায়েনের দাবি (ফাইল ফটো)ছবি: Mustafiz Mamun

সোমবার ঢাকা বিভাগের ৬০টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে৷ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫৯টি পৌরসভার নির্বাচন৷ ২৭শে জানুয়ারি বাকি পৌরসভাগুলোর নির্বাচন হবে৷ তবে ঢাকা এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের নির্বাচনের মধ্য দিয়ে অধিকাংশ পৌরসভার নির্বাচন শেষ হবে৷

বিএনপি সোমবার থেকে শুরু হওয়া নির্বাচনে কারচুপির আশংকা করে বাকি নির্বাচনে সব কেন্দ্রেই সেনাবাহিনী মোতায়েনের দাবি করেছে৷ বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নয়া পণ্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করছেন, প্রধানমন্ত্রীর প্রশাসনিক উপদেষ্টা এইচ টি ইমাম নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পক্ষে কাজ করতে প্রশাসনকে বলেছেন৷ যা নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেবেনা৷

নজরুল ইসলাম খানের দাবি, মানুষ সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে৷ তাই মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশ পেলে তারা শাসকদল আওয়ামী লীগের প্রার্থীদের প্রত্যাখ্যান করবে৷ ভোটাররা যাতে নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সেই নিশ্চয়তা চান তাঁরা৷

অন্যদিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রোববার আধাবেলা হরতাল করেছে মনোনয়ন বাতিল হওয়া দুই প্রার্থীর সমর্থকরা৷ হরতাল চলাকালে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল৷আর হাতিয়ায় প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৮ জন আহত হয়ছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়