1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কামোফ্লাজ বডিপেইন্টিং

কিয়রস্টিন শুমান/এসি১৮ সেপ্টেম্বর ২০১৫

মানুষের শরীরকে চিত্রপট হিসেবে ব্যবহার করার প্রবণতা আজকের নয়, যেমন উলকি৷ আবার পেশাদারী বডিপেইন্টাররাও আছেন, যারা মডেলদের শরীরকে রংয়ে ঢেকে আজগুবি ‘এফেক্ট' সৃষ্টি করেন৷

https://p.dw.com/p/1GYNN
Johannes Stötter Bodypainting
ছবি: picture-alliance/dpa/E.S. Lesser

চ্যালেঞ্জটা হল, দু'ঘণ্টার মধ্যে মডেলকে পুরোপুরি গায়েব করে দেওয়া – শুধুমাত্র রঙ-তুলি ব্যবহার করে!

এ এক বিশেষ ধরনের বডিপেইন্টিং৷ একে বলে ক্যামোফ্লাজ৷ ইয়োহানেস স্ট্যোটার ইটালির দক্ষিণ টিরোল এলাকার মানুষ৷ দশ বছরের বেশি সময় ধরে বডিপেইন্টিং করছেন৷ ক্যামোফ্লাজ পেইন্টিং হল তাঁর বিশেষত্ব৷ স্ট্যোটার বলেন: ‘‘আমার কাছে বডিপেইন্টিং-ই হল সবকিছু: আমার পেশা, আমার নেশা, আমার জীবন, সব কিছু৷''

ইয়োহানেস স্ট্যোটার আজ বডিপেইন্টিং করেই জীবিকা অর্জন করতে পারেন৷ বডিপেইন্টিং-এর ওয়ার্কশপও করে থাকেন৷ একদিনের কোর্সে অংশ নেবার খরচ হল একশো ইউরো৷ এছাড়া ইয়োহানেস তাঁর ক্ষণস্থায়ী শিল্পকর্মকে আলোকচিত্র হিসেবে ধরে রাখেন, বিক্রি করেন পিকচার পোস্টকার্ড অথবা পোস্টার হিসেবে৷ ‘‘দ্য ফ্রগ'' অর্থাৎ ব্যাং তাঁর প্রখ্যাততম শিল্পকর্মগুলির মধ্যে অন্যতম৷ সেজন্য তিনি একসঙ্গে পাঁচজন মডেলকে পেন্ট করেছিলেন – পাঁচজনকে মেলালে মনে হবে যেন একটি কোলাব্যাঙ৷ স্ট্যোটার বলেন: ‘‘ক্যামোফ্লাজ বডিপেন্টিং-এর মুশকিল হল, ছবিটা শুধুমাত্র একটি বিশেষ জায়গা থেকে দেখলে সেটা বোঝা যায়৷ অপরদিকে মানুষের শরীর কিন্তু ত্রিমাত্রিক৷''

Bodypainting Koh Samui
ইয়োহানেস স্ট্যোটার আজ বডিপেইন্টিং করেই জীবিকা নির্বাহ করতে পারেনছবি: picture-alliance/EPA/R. Yongrit

মডেলকে পটভূমির সঙ্গে পুরোপুরি মিলিয়ে দেবার নানা পন্থা আছে৷ ইটালির ফিলিপো ইয়োকো মাটি আর রং মিশিয়ে কাজ করেন৷ বুলগেরিয়ার বেলা ভোলেন মডেলের শরীরে রেখা টেনে টেনে তাকে উধাও করে দেন৷ স্ট্যোটার বললেন: ‘‘রংগুলোকে যতদূর সম্ভব বাস্তবের সঙ্গে মিলিয়ে আঁকতে হবে, বিশেষ করে প্রকৃতির ছবিতে৷ তারপর মডেলের শরীরটাকে ত্রিমাত্রিক থেকে দ্বিমাত্রিক পর্যায়ে নিয়ে আসতে হবে৷ যেমন একটা সরলরেখা আঁকার সময় সেটাকে শুধু সোজা করে আঁকলেই চলবে না, শরীরের উপর রেখাটাকে এমনভাবে আঁকতে হবে যাতে সেটা সোজা দেখায়৷''

অস্ট্রিয়ার ওয়ার্ল্ড বডিপেন্টিং ফেস্টিভালে ১৯৯৮ সাল থেকে বডিপেইন্টিং-এর লেটেস্ট ট্রেন্ড প্রদর্শিত হচ্ছে – সেই সঙ্গে বিশ্ব বডিপেন্টিং চ্যাম্পিয়ন নির্বাচন করা হচ্ছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য