1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কসমেটিক সার্জারির পর সাবেক মিস আর্জেন্টিনার মৃত্যু

৩ ডিসেম্বর ২০০৯

নিতম্বের সৌন্দর্যবর্ধনের প্রয়াসে কসমেটিক সার্জারির পর স্বাস্থ্য জটিলতায় মারা গেছেন সাবেক মিস আর্জেন্টিনা সোলাঙ্গে গুয়াদালুপে মাগনানো৷ যমজ সন্তানের জননী ৩৮ বছর বয়সি ওই সুন্দরী ১৯৯৪ সালে মিস আর্জেন্টিনা মুকুট জিতেছিলেন৷

https://p.dw.com/p/KpSh
ছবি: picture alliance / dpa

বুয়েনেস আইরেস শহরে ওই সার্জারির পর তিনদিন ধরে জটিলতায় ভুগছিলেন মাগনানো৷ রোববার তিনি মারা যান৷

মাগনানোর এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, ওই অস্ত্রোপচারে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল এবং ইঞ্জেকশনের তরল তার ফুসফুস এ মস্তিষ্কে ঢুকে গেলে তিনি মরণাপন্ন হয়ে পড়েন৷

তিনি বলছিলেন, ‘‘মাগনানোর সব ছিল৷ কিন্তু পেছনদিকে আরেকটু বলিষ্ঠ হতে গিয়ে সে জীবন দিয়ে দিল৷''

আর্জেন্টিনার টেলিভিশনে সোমবার মাগনানোর শেষকৃত্য অনুষ্ঠান সম্প্রচার করা হয়৷

প্রতিবেদন: মুনীর উদ্দিন আহমেদ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক