1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলেরা রোগের স্বল্পমূল্যের টিকা

২১ এপ্রিল ২০০৯

মাত্র এক ডলারে পাওয়া যাবে কলেরার ঔষধ! যেখানে কলেরা ভ্যাকসিন বা টিকার মূল্য ছিল খোদ বাংলাদেশেই আঠারো ডলারের মত৷ তাই নতুন উদ্ভাবিত টিকা উন্নয়নশীল দেশগুলোর মানুষের ক্রয়সীমার নাগালে এনে দিলো কলেরার ঔষধকে৷

https://p.dw.com/p/Hb6o
কলেরার জীবাণু

আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট আইভিআই জানিয়েছে, যে তারা পৃথিবীর সবচেয়ে স্বল্প মূল্যের কলেরা টিকা উদ্ভাবন করেছে৷ ভারতে এই টিকা বাজারজাত করণের জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে৷ এতে করে এই ঔষধটির বিশ্বব্যপী ব্যবহারের পথ সুগম হলো৷

দক্ষিণ কোরিয়ার সোল-এ অবস্থিত আন্তর্জাতিক টিকা সংস্থা আইভিআই বলেছে যে, নতুন উদ্ভাবিত কলেরার এই টিকার দাম হবে মাত্র এক ডলার৷ সংস্থাটি আরো জানিয়েছে যে, ভিয়েতনামে তৈরি একটি ওষুধ বদলিয়ে বের করা হয়েছে এই নতুন টিকা৷ অর্থসাহায্য দিয়েছে বিল অ্যান্ড মেলিন্ডা গেইটস ফাউন্ডেশন এবংফাউন্ডেশনের দক্ষিণ কোরিয়া এবং সুইডেনের সরকাররা৷ আন্তর্জাতিক টিকা সংস্থা আইভিআই এর পরিচালক জন ক্লিমেন্স বলেছেন, ভারতে এই নতুন টিকার লাইসেন্স দানের ফলে এশিয়া ও অন্যান্য জায়গার কলেরাপ্রবণ মনুষদের মাঝে ব্যাপক ব্যবহারের পথ প্রশস্ত করবে৷ পৌঁছে যাবে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই ভ্যাকসিনটি অনুমোদন করেছে৷

কোলকাতা শহরের বস্তি এলাকার কিছু মানুষের ওপর কলেরার নতুন টিকা পরীক্ষা করা হয়েছিল৷ প্রাথমিক ফলে দেখা যায়, এই টিকা কলেরা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে৷ ডব্লিউ.এইচও-র রিপোর্ট অনুযায়ী, ২০০৭ সালে বিশ্বের ৫৩টি দেশে ১৭৭,৯৬৩ জন মানুষ কলেরায় আক্রান্ত হয়৷ মারা যায় ৪০৩১ জন৷ আন্তর্জাতিক টিকা ইনস্টিটিউট অবশ্য মনে করে, প্রতি বছর কলেরায় মৃতের সংখ্যা অনেক বেশি হবে৷ কলেরা রোগের প্রাদুর্ভাব আফ্রিকাতেই বেশি৷

আইভিআই-এর মহাপরিচালক জন ক্লিমেন্স মনে করেন, কলেরাপ্রবণ এলাকাগুলোতে কলেরার নিরাপদ ও ফলপ্রসূ টিকার ব্যবহার এই রোগের প্রাদুর্ভাব দ্রুত কমাতে সাহায্য করতে পারে৷

প্রতিবেদক: ফারজানা কবীর খান, সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারুক