1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলিনগ্রাদে প্রস্তুত রাশিয়া!

৭ ফেব্রুয়ারি ২০১৮

বাল্টিক সাগরের তীরবর্তী, রাশিয়ার সর্বপশ্চিম এলাকা কলিনগ্রাদে পরমাণু ক্ষেপণাস্ত্র বসানোর খবরটি চাউর হবার পর ক্রেমলিন বলছে, নিজেদের সার্বভৌম অঞ্চলে ক্ষেপণাস্ত্র বসানোর অধিকার তাদের আছে৷

https://p.dw.com/p/2sEhH
ছবি: picture alliance/dpa/Y. Smityuk

লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট ও রাশিয়ার এক আইনপ্রণেতা দাবি করেছেন, রাশিয়া ক্ষেপণাস্ত্র বসিয়েছে৷ রাশিয়া বিষয়টি নিশ্চিত করেনি৷ তবে এ বিষয়ে ন্যাটোর তীব্র সমালোচনার মুখে মঙ্গলবার তারা বলেছে যে, নিজস্ব ভূমিতে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনার অধিকার রয়েছে দেশটির৷ 

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘‘বিষয়টি পুরোপুরি রাশিয়ার সার্বভৌম সিদ্ধান্ত৷'' এক প্রেস কনফারেন্সে তিনি আরো বলেন, ‘‘রাশিয়া কাউকে কখনো হুমকি দেয় না৷ তাই কারো উদ্বিগ্ন হবার প্রয়োজন নেই৷''

বলা হচ্ছে, ৪১৫ থেকে ৫০০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম ইস্কান্দার-এম লঞ্চারে ব্যালাস্টিক মিসাইলটি বসিয়েছে রাশিয়া৷ দেশটির ইস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের একটি আর্টিলারি ইউনিটের প্রশিক্ষণের সময় মিসাইলটি বসানো হয়৷

এটি চীন রাশিয়া সীমান্ত থেকে ৬০ কিলোমিটার দূরে পূর্ব রাশিয়ার প্রশান্ত মহাসাগর তীরবর্তী শহর উসুরিস্ক পর্যন্ত আঘাত করতে সক্ষম৷

কলিনগ্রাদ রাজ্যটি পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝামাঝি অবস্থিত৷ ন্যাটোর উদ্বেগের কারণ হলো, ক্ষেপণাস্ত্রটি ন্যাটো সদস্য রাষ্ট্র পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাটভিয়া ও য় আঘাত হানতে সক্ষম৷

 ক্ষেপণাস্ত্র বসানো নিয়ে সবচেয়ে বেশি শঙ্কা প্রকাশ করেছে লাটভিয়া ও লিথুয়ানিয়া৷ লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রী এডগার্স রিঙ্কেভিক্স বলেন, ‘‘এর অর্থ, জুলাই মাসে ন্যাটো সম্মেলনে আকাশপথে নিরাপত্তার বিষয়টি নিয়ে ভাবতে হবে৷ এমন অনেক বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে যেখানে আমাদের এ অঞ্চল ও বিশেষ করে লাটভিয়ার নিরাপত্তা হুমকিতে পড়ছে৷ আসলে রাশিয়ার আচরণের কারণে আমাদের এভাবে ভাবতে হচ্ছে৷''

লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট ডালিয়া গ্রিবস্কাইট বলেন, ‘‘কলিনগ্রাদে ইস্কান্দার বসানোর অর্থ হলো, অর্ধেক ইউরোপ হুমকির মুখে৷''

এর আগে অনেকবারই ক্রেমলিন বলেছিল যে, পূর্ব ইউরোপ জুড়ে যুক্তরাষ্ট্র যে মিসাইলের ঢাল তৈরি করেছে তাতে কলিনগ্রাদে ইস্কান্দার মিসাইল বসাতে বাধ্য হতে হবে৷ ওয়াশিংটন দাবি করে আসছিল যে, ইরানের কাছ থেকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা আটকাতে পূর্ব ইউরোপে এই ঢাল বানাতে হয়েছে যুক্তরাষ্ট্রকে৷

জেডএ/এসিবি (রয়টার্স, এপি) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য