1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কফি, ক্রসোঁ, পানি হাতে দৌড়ে প্যারিসের সবচেয়ে দক্ষ ওয়েটার

২৫ মার্চ ২০২৪

হাতে ধরা ট্রেতে রাখা কফির কাপ, প্লেটে রাখা একটা ক্রসোঁ, পাশে এক গ্লাস পানি ৷ এইসব হাতে নিয়ে প্যারিসের রাস্তায় দৌড়ে পুরষ্কার পেলেন এক ওয়েটার৷

https://p.dw.com/p/4e6Nj
স্যামি লামরু
পুরুষদের বিভাগে জয়ী হয়েছেন স্যামি লামরুছবি: Berzane Nasser/ABACA/IMAGO

রোববার প্যারিসের রাস্তায় শয়ে শয়ে ওয়েটার বা বেয়ারাদের দেখা যায় ট্রে হাতে দৌড়াতে৷ বিভিন্ন ক্যাফের ওয়েটাররা এই শম্পিও গার্সোঁ বা ওয়েটারদের চ্যাম্পিয়নশিপে অংশ নেয়৷

এই প্রতিযোগিতায় ওয়েটারদের প্রমাণ করতে হয় পেশাগত যোগ্যতা৷ হাতে ধরা ট্রেতে এসপ্রেসো কফি, পানির গ্লাস ও ক্রসোঁর প্লেটকে একটুও নষ্ট না হতে দিয়ে দু'কিলোমিটার দৌড়াতে হয় প্রতিযোগীদের৷ যদি ক্রসোঁর গুঁড়ো বা এক চুমুক পানিও চলকে পড়ে, তাহলেই বাদ৷

এই দৌড়ে পুরুষদের বিভাগে জয়ী হয়েছেন স্যামি লামরু ও নারীদের বিভাগে জয়ী পলিন ফান ভিমের্শ৷ মাত্র ১৩ মিনিট ৩০ সেকেন্ডে গোটা দৌড় সফলভাবে শেষ করেন স্যামি, পলিনের লাগে ১৪ মিনিট ১২ সেকেন্ড৷

যেভাবে জিতবেন এইকুর্স দে ক্যাফে' প্রতিযোগিতা

পলিন ফান ভিমের্শ প্যারিসের সিটি হলের কাছের ক্যাফে লে পেটি পন্টে কাজ করেন৷ বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘‘এই কাজ তো আমরা প্রতি দিনে ১২ঘণ্টা ধরে করি৷ ছুটির দিন বা সপ্তাহান্তেও৷''

কীভাবে সফল হলেন তিনি? প্রশ্নের জবাবে পলিন বলেন, ‘‘শক্ত দুই পা ও এই পেশায় কুড়ি বছরের অভিজ্ঞতা৷''

পুরষ্কার ও মেডেল ছাড়াও এই প্রতিযোগিতার বিজয়ীরা জেতেন একটি অভিজাত হোটেলে রাত কাটানোর সুযোগও৷

শহরের পানি ব্যবস্থাপনা সংস্থা অঁ দে পারি এই প্রতিযোগিতার আয়োজক৷ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তারা টুইট করে বলে, ‘‘সকল অংশগ্রহণকারীদের অভিনন্দন৷''

দৌড়ের শেষ অংশে বিচারকেরা উপস্থিত ছিলেন ওয়েটারদের হাতে ধরা ট্রেতে থাকা খাবার ও পানীয়ের মান যাচাই করার জন্যে৷

এসএস/কেএম (এএফপি, এপি)